মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন সরকারি কলেজ ও শিক্ষা অফিসে কর্মরত গ্রন্থাগারিক নবম গ্রেডের কর্মকর্তাদের উচ্চতর গ্রেড দিতে আবেদন চাওয়া হযেছে। যেসব গ্রন্থাগারিক প্রথম সিলেকশন গ্রেড পাওয়ার পর ছয় বছর পূর্ণ করেছেন তাদের উচ্চতর গ্রেডের আবেদন চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ৩১ মের মধ্যে এ কর্মকর্তাদের আবেদন প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ণসহ অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।
গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।
অধিদপ্তর বলছে, জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৭নং অনুচ্ছেদের গ এর ২ ধারা অনুযায়ী কোন স্থায়ী কর্মচারী পদোন্নতি ছাড়া একই পদে দশ বছর পূর্তিতে এবং চাকরি সন্তোষজনক হওয়া সাপেক্ষে ১১তম বছরে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন। এছাড়াও একই পদে কর্মরত কোন কর্মচারী একটিমাত্র উচ্চতর স্কেল (টাইম ক্ষেল) বা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে, উচ্চতর স্কেল (টাইম স্কেল) বা সিলেকশন গ্রেড পাওয়ার তারিখ থেকে পরবর্তী ছয় বছর পূতির পর ৭ম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন।
সেই আলোকে বর্তমানে কর্মরত গ্রন্থাগারিক কর্মকর্তারা যারা প্রথম সিলেকশন গ্রেড প্রাপ্তির পর ইতোমধ্যে ছয় বছর পূর্ণ করেছেন, তাদের ৩১ মের মধ্যে অধ্যক্ষ বা প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়গপত্রসহ আবেদন পত্রের হার্ড কপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পত্র গ্রহণ শাখায় (১৩০নং কক্ষ) হাতে হাতে বা ডাকযোগে পাঠাতে বলা হয়েছে।
আবেদন পত্রের সঙ্গে বর্তমান পদের নিয়োগ পত্র, বর্তমান পদের যোগদানপত্র, চাকরি স্থায়ীকরণ, বিভাগীয়-ফৌজদারি বা দুদকের মামলা নেই বলে প্রত্যয়ন পত্র, সন্তোষজনক চাকরির প্রত্যয়ন পত্র, প্রথম সিলেকশন প্রাপ্তির আদেশের কপি, ৫ বছরের এসিআর (২০১৭-২০২১) এবং আবেদনকারীর মোবাইল নম্বর আবেদনের সঙ্গে জমা দিতে হবে। এসব কাগজপত্র তিন সেট প্রতিষ্ঠান প্রধান কতৃক সত্যায়িত করে পাঠাতে হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।