বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতির (বেলিড) সভাপতি এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির গ্রন্থাগারিক ড. মির্জা মোহাম্মদ রেজাউল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (১৫ মার্চ) বেলা ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বাংলাদেশ বিদ্যালয় গ্রন্থাগার সমিতি নেতা এ এফ এম কামরুল হাছান দৈনিক শিক্ষাকে জানান, গত সোমবার স্ট্রোকে আক্রান্ত হয়ে উত্তরার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ড. রেজা। গত বুধবারে অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্ট দেয়া হয়।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে গ্রন্থাগার পেশাজীবী পরিবার। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যালয় গ্রন্থাগার সমিতি। নামাজে জানাযা আজ শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ও পরে মিরপুরের রূপনগর ইস্টার্ন হাউজিংয়ের ডি ব্লক সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে।