ঘূর্ণিঝড় রেমালের প্রভাব থাকবে ১৪ ঘণ্টা | বিবিধ নিউজ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব থাকবে ১৪ ঘণ্টা

ধেয়ে আসা ঘূর্ণিঝড় রেমালের প্রভাব ১৪ ঘণ্টার মতো থাকতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

ধেয়ে আসা ঘূর্ণিঝড় রেমালের প্রভাব ১৪ ঘণ্টার মতো থাকতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

রোববার (২৬ মে) সকালে আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

 তিনি বলেন, আজ বিকেল ৩টা থেকেই উপকূলে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব পড়বে। এরপর সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করবে ঘূর্ণিঝড়ের কেন্দ্র। রেমাল সিভিয়ার সাইক্লোন স্ট্রোমে পরিণত হওয়ার সময় ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ো বাতাস বয়ে যাবে। প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টার মতো প্রভাব থাকবে ঘূর্ণিঝড়ের।

মো. আজিজুর রহমান আরও জানান, মোংলা ও পায়রার দিকে এগুচ্ছে রেমাল। ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। সব মিলিয়ে ভয়াবহতার সব লক্ষণই রয়েছে। 
 

তাই বিকেল ৩টার আগেই উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ জানান এই আবহাওয়াবিদ।