চবিতে ভর্তিচ্ছু ৪শ শিক্ষার্থীর পাশে ছাত্রলীগ - দৈনিকশিক্ষা

চবিতে ভর্তিচ্ছু ৪শ শিক্ষার্থীর পাশে ছাত্রলীগ

চবি প্রতিনিধি |

মানোন্নয়ন দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু প্রায় ৪শ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে শাখা ছাত্রলীগ। এ নিয়ে সৃষ্ট জটিলতা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্রের সাথেও বৈঠক করেছেন সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপু।  বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরের দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এ বৈঠক করেন। এ সময় প্রক্টরিয়াল বডির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

জানা যায়, পরীক্ষার্থীদের নিয়ে সৃষ্ট জটিলতার প্রেক্ষিতে উক্ত বিষয়ের মানবিক ও সন্তোষজনক সমাধানের প্রত্যাশায় প্রক্টরিয়াল বডির সাথে বৈঠক করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু। বিতর্কটি শুরু হওয়ার প্রথম দিন থেকে খবরা-খবর নিয়ে আসছিলেন শাখা ছাত্রলীগের এই দুই নেতা। তাঁরা স্বশরীরে গিয়ে বিক্ষুব্ধ ছাত্রদের সাথে কথা বলে তাদের দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করে। উক্ত বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সুস্পষ্ট সিদ্ধান্তে আসতে অনুরোধ করবেন বলে শিক্ষার্থীদের কথা দেন। তারই প্রেক্ষিতে বুধবার উপাচার্যের সাথে আলোচনা করেন। পরে সেই  আলোচনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রক্টরিয়াল বডির সাথে বৈঠক করেন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ধরনের অফিসিয়াল সিদ্ধান্ত জানায়নি। তাই তোমরা একটু ধৈর্য ধরো এবং প্রশাসনের লিখিত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করো।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপু বলেন, তোমাদের সাথে কোন অন্যায় হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তোমাদের পাশে থাকবে। আর ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ তোমাদের উপর বলপ্রয়োগের চেষ্টা করলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তোমাদের পাশে থেকে উক্ত বিতর্কের শান্তিপূর্ণ সমাধানে ভূমিকা রাখবে।

কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0039992332458496