চবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ইমরান-মুন্না | বিবিধ নিউজ

চবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ইমরান-মুন্না

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দ্যা নিউ নেশনের প্রতিনিধি ইমরান হোসাইন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মুনাওয়ার রিয়াজ মুন্না। বৃহস্পতিবার (১২জানুয়ারি) বিকেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দ্যা নিউ নেশনের প্রতিনিধি ইমরান হোসাইন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মুনাওয়ার রিয়াজ মুন্না।

বৃহস্পতিবার (১২জানুয়ারি) বিকেলে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক ড.রবিউল হাসান ভুঁইয়া।

কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি পদে নাজমুস সাদাত (বাংলা নিউজ এজেন্সি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিনহাজুল ইসলাম তুহিন (আলোকিত বাংলাদেশ), অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফুল ইসলাম (যায়াযায়দিন) প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে রায়হান উদ্দিন (দৈনিক পূর্বকোণ) এবং কার্যনির্বাহী সদস্য পদে ইমাম ইমু (দৈনিক আজাদী)।

এর আগে সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রক্টর কার্যালয়ে ভোটগ্রহণ চলে। এতে ৭টি পদের মধ্যে সভাপতি ও কার্যনির্বাহী সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার  প্রক্টর ড.রবিউল ইসলাম ভুইয়া ও নির্বাচন পর্যবেক্ষক চবিসাসের সাবেক সভাপতি হুমায়ন মাসুদ উপস্থিতিতে ভোট গণনা করেন নির্বাচন কমিশনার সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম ও এস এ এম জিয়াউল ইসলাম।

নির্বাচিত কমিটি ১৪ জানুয়ারি থেকে আগামী এক বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দায়িত্ব পালন করবেন।