চরআবাবিল সিডিউল্‌ড কাস্ট উচ্চবিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি | চাকরির খবর নিউজ

চরআবাবিল সিডিউল্‌ড কাস্ট উচ্চবিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি বিধিমোতাবেক সিডিউলর্ড কাস্ট উচ্চবিদ্যালয়ে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেডে শপ এ্যাসিসটেন্ট একজন ও জেনারেল মেকানিক্স ট্রেডে শপ এ্যাসিসটেন্ট একজন নিয়োগ দেওয়া হবে।

সরকারি বিধিমোতাবেক চরআবাবিল সিডিউল্‌ড কাস্ট উচ্চবিদ্যালয়ে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেডে শপ এ্যাসিসটেন্ট একজন ও জেনারেল মেকানিক্স ট্রেডে শপ এ্যাসিসটেন্ট একজন নিয়োগ দেওয়া হবে।

 প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে এইচএসসি (ভোকেশনাল/ব্যবসায় ব্যবস্থাপনা ২য় বিভাগ/সমমান সিজিপিএ) পাস হতে হবে। আগ্রহীরা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে দুই কপি ছবি, প্রয়োজনীয় কাগজপত্র ও সোনালী ব্যাংক, হায়দরগঞ্জ শাখার অনুকূলে ৫০০ টাকার ব্যাংক ড্রাফটসহ (অফেরতযোগ্য) প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। 

যোগাযোগ :- প্রধান শিক্ষক, চরআবাবিল সিডিউল্‌ড কাস্ট উচ্চবিদ্যালয়, ক্যাম্পেরহাট, রায়পুর, লক্ষ্মীপুর।

মোবাইল: 01713611117