চসিকের ৪৭ স্কুলের ফল প্রকাশ - দৈনিকশিক্ষা

চসিকের ৪৭ স্কুলের ফল প্রকাশ

চট্টগ্রাম প্রতিনিধি |

অনলাইনে প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৪৭টি স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

রোববার (৪ নভেম্বর) সকালে চসিকের সম্মেলন কক্ষে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন অনলাইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন এবং সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন নতুন সফটওয়্যারের মাধ্যমে একযোগে চসিকের ৪৭টি স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণ করেন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে চসিকের সচিব মো. আবুল হোসেনসহ শিক্ষা বিভাগের কর্মকর্তা ও চসিকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এবছর চসিকের ৪৭টি স্কুলের ৭ হাজার ৬৬০ জন শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেন। অন্যান্যবারের মতো এবছরও সনাতন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নম্বর নিয়ে প্রতি বছর বড় ধরনের জটিলতার মুখে পড়তে হতো পরীক্ষা কমিটিকে। তাই এবছর নম্বর নিয়ে কিছুটা নিরাপত্তার ব্যবস্থা করতে চেয়েছিলেন পরীক্ষা কমিটির আহ্বায়ক মো. আবুল হোসেন।

তার এই ইচ্ছের বিষয়টি কম্পিউটার ইনস্টিটিউটে এসে জানালে একটি সফটওয়্যার প্রস্তুতি বিষয়ে মত প্রকাশ করেন চসিক কম্পিউটার ইনস্টিটিউটের পরিচালক আনিছ আহমদ এবং চার প্রশিক্ষক আশরাফ রেজা, অলিউজ্জামান, নুর উদ্দিন ও হায়দার আলী।

এতে শুধু নম্বরের জন্যই নিরাপত্তা নয় বরং প্রতিটি স্কুলের জন্য পৃথক পৃথক প্যানেল, অপারেটরদের জন্য পৃথক প্যানেল, কেন্দ্রীয় পরীক্ষা কমিটির জন্য প্যানেলসহ শিক্ষার্থীদের জন্য ফলাফল প্যানেলের ব্যবস্থা করা হয়। পুরো সফটওয়্যারের মাধ্যমে অনুষ্ঠিত হয় টেস্ট পরীক্ষা। এটি ছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের অধিনে পরিচালিত ৪৭ স্কুলের মধ্যে একযোগে অনলাইনে অনুষ্ঠিত হওয়া প্রথম পরীক্ষা।

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে www.examerp.com/studentresult/result এই ঠিকানায় ফলাফল  দেখতে পারবেন।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির - dainik shiksha খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা - dainik shiksha শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0032799243927002