চাকরিতে যোগ দেয়ার বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগে অবস্থান | বিবিধ নিউজ

চাকরিতে যোগ দেয়ার বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগে অবস্থান

সরকারি চাকরিতে যোগ দেয়ার বয়সসীমা বাড়িয়ে ৩৫ করার দাবিতে শাহবাগে মোড়ে অবস্থান নিয়েছে সাধারণ ছাত্র পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তারা এ অবস্থান নেয়। এ সময় যানচলাচল আংশিক ব্যাহত হয়। তবে এ সময় পুলিশ অবস্থান কারীদের ছত্রভঙ্গ করলে তারা সরে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। দীর

সরকারি চাকরিতে যোগ দেয়ার বয়সসীমা বাড়িয়ে ৩৫ করার দাবিতে শাহবাগে মোড়ে অবস্থান নিয়েছে সাধারণ ছাত্র পরিষদের নেতাকর্মীরা।

চাকরিতে যোগ দেয়ার বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগে অবস্থান

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তারা এ অবস্থান নেয়। এ সময় যানচলাচল আংশিক ব্যাহত হয়।

তবে এ সময় পুলিশ অবস্থান কারীদের ছত্রভঙ্গ করলে তারা সরে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এ আন্দোলন করে আসছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জটের কারণে একজন শিক্ষার্থীর লেখাপড়া শেষ করতেই চাকরিতে ঢোকার বয়স ফুরিয়ে আসে। তাই চাকরির সময় সীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবি তাদের।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।