চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবি সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের | কলেজ নিউজ

চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবি সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের

দুই দফা দাবিতে মানববন্ধন করেছেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা। রোববার (০৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি কলেজের বেসরকারি ইউনিয়ন ব্যানারে এ মানববন্ধন করা হয়।

দুই দফা দাবিতে মানববন্ধন করেছেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা। রোববার (০৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি কলেজের বেসরকারি ইউনিয়ন ব্যানারে এ মানববন্ধন করা হয়।

কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে-সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিত ও রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এবং চাকরি নিয়মিত করার আগ পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতনভাতা দিতে হবে।

চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবি সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের
চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা। ছবি: সংগৃহীত

মানববন্ধনে উপস্থিত ছিলেন সরকারি কলেজের বেসরকারি ইউনিয়নের সভাপতি দুলাল সরদার, সাধারণ সম্পাদক মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, কেন্দ্রীয় কর্মসূচি পরিচালনা কমিটির আহ্ববায়ক আমিনুল ইসলাম আমিনসহ অনেকে।