চিকিৎসাধীন অবস্থায় বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু | বিশ্ববিদ্যালয় নিউজ

চিকিৎসাধীন অবস্থায় বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদে অধ্যয়নরত দ্বিতীয় বর্ষের আব্দুল্লাহ ফাইয়াজ নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে ঢাকার ল্যাব এইড হাসপাতালে মারা যান ওই শিক্ষার্থী।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদে অধ্যয়নরত দ্বিতীয় বর্ষের আব্দুল্লাহ ফাইয়াজ নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে ঢাকার ল্যাব এইড হাসপাতালে মারা যান ওই শিক্ষার্থী।

মৃত শিক্ষার্থীর বাবা আখতারুল হক মুঠোফোনে জানান, কিছুদিন যাবৎ ডায়রিয়াজনিত রোগে ভুগছিল আমার ছেলে। গতকাল (সোমবার) দিবাগত রাত ৩টার দিকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হয় এবং ল্যাব এইড হাসপাতালে ভর্তি করানো হয়। এর প্রায় আধঘণ্টা পরেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ফাইয়াজ বাকৃবির বঙ্গবন্ধু শেখ মুজিব হলের আবাসিক ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলায়।