চুয়েট কেন্দ্রে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত | পরীক্ষা নিউজ

চুয়েট কেন্দ্রে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কেন্দ্রেও কৃষিগুচ্ছের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কেন্দ্রেও কৃষিগুচ্ছের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

চুয়েট কেন্দ্রে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

চুয়েট উপাচার্যের জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পালের নেতৃত্বে ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা পরীক্ষার হল পরিদর্শন করেন। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা।

এবার চুয়েট কেন্দ্রে ৪১১৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি ৯টি বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ৭১৮ আসনের বিপরীতে ৭৫ হাজার ১৭ জন পরীক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নেবে। ১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন ২০ জন পরীক্ষার্থী। সময়সূচি অনুযায়ী— শুক্রবার সারা দেশে একযোগে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।