চোখে-মুখে উচ্ছ্বাস নিয়ে ক্লাসে শিক্ষার্থীরা | প্রাথমিক সমাপনী নিউজ

চোখে-মুখে উচ্ছ্বাস নিয়ে ক্লাসে শিক্ষার্থীরা

৫৪৪ দিন পর স্কুল খোলায় চোখে-মুখে উচ্ছ্বাস নিয়ে ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা। সারা দেশের মতই কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা হয়ে উঠেছে মুখরিত। বাধভাঙা আনন্দের জোয়ারে ভাসছে শিক্ষার্থীরা। ‘ঢং ঢং’ করে ঘণ্টাধ্বনি বাজতেই সবাই ঢুকছে শ্রেণিকক্ষে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান

৫৪৪ দিন পর স্কুল খোলায় চোখে-মুখে উচ্ছ্বাস নিয়ে ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা। সারা দেশের মতই কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা হয়ে উঠেছে মুখরিত। বাধভাঙা আনন্দের জোয়ারে ভাসছে শিক্ষার্থীরা। ‘ঢং ঢং’ করে ঘণ্টাধ্বনি বাজতেই সবাই ঢুকছে শ্রেণিকক্ষে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমন চিত্র দেখা গেছে।

গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, অনেক দিন পর প্রিয় ক্যাম্পাসে ফিরেছি। সকল পরিচিত মুখ দেখে আনন্দিত হয়েছি। কিছুটা স্বস্তি নিয়ে আবারও লেখাপড়ায় মনোযোগী হতে যাচ্ছি ভাবতেই ভালো লাগছে।

থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফিয়া আক্তার বলেন, অনেকদিন ঘরবন্দি থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলাম। স্কুল খুলছে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে।

দীর্ঘদিন পর শিক্ষার্থীরা ক্লাসে ফেরায় খুশি শিক্ষকরাও। গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মামুন অর রশিদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, অনেকদিন পর শিক্ষার্থীরা কলেজে ফিরেছে। তাদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে প্রয়োজনীয় দিকনিদের্শনা দেওয়া হচ্ছে।

থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী দৈনিক শিক্ষাডটকমকে জানান,আমার বিদ্যালয়ের ছাত্রীরা খুব উৎফুল্ল। তারা আনন্দ নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেছে। তাদের হ্যান্ডওয়াশ ও হ্যান্ডস্যানেটাইজারের মাধ্যমে হাত পরিস্কার করানো হয়। মাস্ক পরিধান বাধ্যতা মূলক করা হয়েছে।

চোখে-মুখে উচ্ছ্বাস নিয়ে ক্লাসে শিক্ষার্থীরা
ছবি : কুড়িগ্রাম প্রতিনিধি

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের দৈনিক শিক্ষাডটকমকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা খুলে দেওয়া হয়েছে। উপজেলার ১৯টি মাধ্যমিক স্কুলে ১১ হাজার ১১৩জন, ১২টি মাদরাসায় ৩ হাজার ৪৫৬জন, ৪টি কলেজে ৩হাজার ৫৯১ জনও ৯৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ হাজার ৭৪১ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীরা আনন্দ উচ্ছ্বাস নিয়ে শিক্ষাঙ্গনে ফিরেছে। 

চোখে-মুখে উচ্ছ্বাস নিয়ে ক্লাসে শিক্ষার্থীরা

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সালেহ সরকার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, উপজেলা প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে প্রবেশ করানো হয়েছে।

চোখে-মুখে উচ্ছ্বাস নিয়ে ক্লাসে শিক্ষার্থীরা

চোখে-মুখে উচ্ছ্বাস নিয়ে ক্লাসে শিক্ষার্থীরা

চোখে-মুখে উচ্ছ্বাস নিয়ে ক্লাসে শিক্ষার্থীরা

চোখে-মুখে উচ্ছ্বাস নিয়ে ক্লাসে শিক্ষার্থীরা

চোখে-মুখে উচ্ছ্বাস নিয়ে ক্লাসে শিক্ষার্থীরা

চোখে-মুখে উচ্ছ্বাস নিয়ে ক্লাসে শিক্ষার্থীরা

চোখে-মুখে উচ্ছ্বাস নিয়ে ক্লাসে শিক্ষার্থীরা

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।