যশোর ঝিকরগাছা উপজেলায় ছাত্রকে (১৩) ধর্ষণের অভিযোগে ইয়াকুব আলী নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ ঘটনায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ইয়াকুব আলী যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমড়ি হাফেজিয়া মাদরাসা শিক্ষক। ঝিকরগাছা থানা পুলিশ বলেন, ধর্ষণের শিকার ঝিকরগাছা উপজেলার কুমড়ি হাফেজিয়া মাদরাসার ওই ছাত্রের বাড়ি শার্শা উপজেলায়।
সে মাদরাসা থেকে পড়াশুনা করে। গত ৩১ ডিসেম্বর সে কাউকে কিছু না বলে মাদরাসা থেকে বাড়ি চলে যায়। পরদিন শুক্রবার পরিবারের সদস্যরা তাকে মাদরাসা পাঠালে সে মাদরাসায় না গিয়ে আবারও বাড়ি ফিরে যায়।