রাজধানীর কামরাঙ্গীর চরে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগী শিক্ষার্থীকে (১১) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কামরাঙ্গীর চর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা আনোয়ার বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে থানায় একটি মামলা করা হয়েছে। গতকাল গ্রেফতার শিক্ষককে (২৭) আদালতে পাঠানো হয়েছে।
শিশুটির পিতা অভিযোগ করেন, বাসা থেকে গিয়ে কামরাঙ্গীর চর আযাবে সাফা হাফিজিয়া মাদরাসায় পড়াশোনা করত তাঁর ছেলে। গত বৃহস্পতিবার আসরের নামাজের পর শিক্ষকের রুমে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরে কাউকে কিছু না বলতে তাকে ভয় দেখানো হয়। সে বাসায় গিয়ে তার নানির কাছে বিষয়টি জানায়।