ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হোটেল দখলের অভিযোগ | বিবিধ নিউজ

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হোটেল দখলের অভিযোগ

ব্যবসায়ীর আবাসিক হোটেলসহ ভবন দখলের অভিযোগে সদ্য বিলুপ্ত বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।

ব্যবসায়ীর আবাসিক হোটেলসহ ভবন দখলের অভিযোগে সদ্য বিলুপ্ত বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগে হওয়া মামলায় মান্না বর্তমানে কারাগারে রয়েছেন। 

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হোটেল দখলের অভিযোগ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ীর ভাইয়ের ছেলে সোহেল মাহামুদ। লিখিত বক্তব্যে সোহেল মাহামুদ বলেন, ভুক্তভোগী নুরে আলম পেশায় একজন ব্যবসায়ী ও নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের একজন শ্রমিক নেতা। 

  

তিনি বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত আহসান হাবিব কামালের দায়িত্বকালীন সময়ে (২০১৮ খ্রিষ্টাব্দে) নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন জমিতে দুই তলা বিশিষ্ট ‘সাত তাঁরা’ আবাসিক হোটেল নির্মাণ করেন। বাড়ি বন্ধক রেখে ব্যাংক ঋণের পাশাপাশি বেসরকারি ঋণদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ৭০ লাখ টাকা নিয়েছেন। তবে সদ্য বিলুপ্ত হওয়া বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না নূরে আলমের ভোগদখল করা ভবনটি দখলে নেয়। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী নূরে আলম বলেন, সিটি করপোরেশন থেকে জায়গা বরাদ্দ নিয়ে ওই ভবনটি করেছি। আমার নিজ জীবন রক্ষায় এতদিন মান্নার অত্যাচার, দখলদারিত্ব ও জুলুমের ভয়ে মুখ খুলতে পারিনি।