ছাত্রীকে শ্নীলতাহানির অভিযোগে মামলা | মাদরাসা নিউজ

ছাত্রীকে শ্নীলতাহানির অভিযোগে মামলা

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামে এক মাদরাসাছাত্রীকে শ্নীলতাহানির অভিযোগে মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বোন। তিনি আতরখালী ইসলামিয়া আলিম মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী।

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামে এক মাদরাসাছাত্রীকে শ্নীলতাহানির অভিযোগে মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বোন। তিনি আতরখালী ইসলামিয়া আলিম মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী। 

   

মামলা সূত্রে জানা গেছে, ওই মাদরাসাছাত্রী রোববার মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় আলতাফ হোসেন চৌকিদারের বাড়ির সামনের সড়কে পৌঁছলে রাজপাশা গ্রামের বারেক মৃধার ছেলে শামীম মৃধা তাকে কুপ্রস্তাব দেয় এবং শ্নীলতাহানি করে। এ সময় মেয়েটি বাধা দিলে শামীম তাকে ছুরিকাঘাত করে। এতে তার বাঁ হাতের তিনটি আঙুল কেটে যায়।

ভাণ্ডারিয়া থানার উপপরিদর্শক মো. ফারুক আলম জানান, এ ঘটনায় আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।