ঢাকা মহানগর মহিলা কলেজে ভর্তিতে অনীহা কেন? | এমপিও নিউজ

ঢাকা মহানগর মহিলা কলেজে ভর্তিতে অনীহা কেন?

যানজট, ছাত্রী হোস্টেলের অব্যবস্থাপনা ও অধ্যক্ষসহ শিক্ষকদের অদক্ষতায় ছাত্রীখরায় ভুগছে ঢাকা মহানগর মহিলা কলেজ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত কলেজটি পুরান ঢাকার লক্ষীবাজারে অবস্থিত। করোনার থাবায় ঝরে পড়ছে কলেজটির অসংখ্য ছাত্রী।

যানজট, ছাত্রী হোস্টেলের অব্যবস্থাপনা ও অধ্যক্ষদের অদক্ষতায় ভুগছে ঢাকা মহানগর মহিলা কলেজ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত কলেজটি পুরান ঢাকার লক্ষীবাজারে অবস্থিত। এছাড়া করোনার থাবায় ঝরে পড়ছে কলেজটির অসংখ্য ছাত্রী। অভিভাবকদের আস্থা অর্জন করতে পারছেন না কলেজটির বর্তমান প্রশাসন।

জানা যায়, গত জানুয়ারিতে একাদশ শ্রেণিতে ভর্তিতেও খুব একটা আবেদন পড়েনি। ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে পড়েছে কলেজটি। একাদশ শ্রেণিতে অসংখ্য আসন ফাঁকা রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজটি অনার্সের ছাত্রীও কমছে। তারা কারণ খুঁজছেন। জানতে চাইছেন কেন ভর্তি হতে চাইছে না, ছাত্রীসংখ্যা কমছে?  নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রী, শিক্ষক ও অভিভাবক দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছেন। 

ছাত্রীসংখ্যা কমে যাওয়া এবং ভর্তি হতে না চাওয়ার বিষয়ে মতামত জানতে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা হককে।