ছাত্রী অপহরণের অভিযোগে প্রধান শিক্ষক আটক | কলেজ নিউজ

ছাত্রী অপহরণের অভিযোগে প্রধান শিক্ষক আটক

এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে সাতক্ষীরার শ্যামনগরের নুরনগর আশালতা হাইস্কুলের প্রধান শিক্ষক শামিম আহমেদকে আটক করেছে পুলিশ।

এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে সাতক্ষীরার শ্যামনগরের নুরনগর আশালতা হাইস্কুলের প্রধান শিক্ষক শামিম আহমেদকে আটক করেছে পুলিশ।

ছাত্রী অপহরণের অভিযোগে প্রধান শিক্ষক আটক
কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে হাইস্কুলের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। ছবি : সংগৃৃহীত

এসময় কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) খুলনার ডুমুরিয়া থানা এলাকা থেকে ওই থানার পুলিশ তাকে আটক করে ও ছাত্রীকে উদ্ধার করে। শামিম আহমেদের বিরুদ্ধে শ্যামনগর থানায় নারী ও শিশু নির্যাতনের মামলা আছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা দৈনিক শিক্ষাডটকমকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, উপজেলা নুরনগর গ্রামের এক সনাতনধর্মাবলম্বী কলেজছাত্রীর বাবা প্রধান শিক্ষকের বিরুদ্ধে তার মেয়েকে অপহরণের অভিযোগে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, প্রধান শিক্ষক শামিম আহমেদ ওই ছাত্রীকে অপহরণ করেন ও পরে তাকে ধর্মান্তরিত করে বিয়ে করেন। 

স্থানীয়রা দৈনিক শিক্ষাডটকমকে জানান, প্রধান শিক্ষক শামিম আহমেদ এ নিয়ে ৪ টা বিয়ে করেছেন। তালাকও দিয়েছেন।

নুরনগর ইউপি চেয়ারম্যান ও নুরনগর আশালতা হাইস্কুলের সভাপতি বখতিয়ার আহমেদ দৈনিক শিক্ষাডটকমকে জানান, অভিযুক্ত প্রধান শিক্ষক শামীম আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে স্থায়ী বরখাস্তের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছে।