ছাত্র ফ্রন্টের দুই সদস্যের ওপর হামলার অভিযোগ | বিবিধ নিউজ

ছাত্র ফ্রন্টের দুই সদস্যের ওপর হামলার অভিযোগ

নওগাঁ সরকারি কলেজে একাদশ শ্রেণির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাহায্য করতে গিয়ে ছাত্রলীগের হামলায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দুই সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

নওগাঁ সরকারি কলেজে একাদশ শ্রেণির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাহায্য করতে গিয়ে ছাত্রলীগের হামলায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দুই সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ছাত্র ফ্রন্টের দুই সদস্যের ওপর হামলার অভিযোগ

সোমবার দুপুরে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে এর প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। হামলায় আহতরা হলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নওগাঁ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান ও স্কুল সম্পাদক অপূর্ব সরকার।

মানববন্ধনে বক্তারা বলেন, সোমবার সকাল ১১টার দিকে নওগাঁ সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে একাদশ শ্রেণির ভর্তিচ্ছুদের জন্য ভ্রাম্যমাণ তথ্য সহায়তাকেন্দ্র করতে ব্যানার টানানো হচ্ছিলো। এ সময় ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী এসে আমাদের ধাক্কাধাক্কি ও চড়-থাপ্পড় মেরে গেটের বাইরে বের করে দেয়। গেটের পাশে আমরা অবস্থান নিলে আবারও দ্বিতীয় ধাপে আমাদের ওপর হামলা করা হয়। এতে আমাদের ২ সদস্য আহত হয়েছেন।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রোকনুজ্জান শিশির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শহর শাখার আহ্বায়ক চৈতি সাহাসহ অন্যান্যরা।