ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি মোতাবেক ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এমএ) মাদরাসায় কয়েকটি পদে নিয়োগ দেয়া হবে।
পদের বিবরণ
১. মোফাচ্ছির
২. ফকিহ (ইনডেক্সধারী, অভিজ্ঞতা ৮বছর)
৩. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (এইচএসসি-সমমান ও কম্পিউটার অপারেটিংয়ের দক্ষতা থাকতে হবে)
৪. পরিচ্ছন্নতাকর্মী
৫. নৈশপ্রহরী
৬. আয়া (সৃষ্টপদ) (৮ম শ্রেণি পাস)
প্রত্যেক পদে ১ জন করে নিয়োগ দেয়া হবে। ইতিপূর্বে আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেই।
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে মুফাচ্ছির, ফকিহ পদে ২০০০/- ও অন্যান্য পদের জন্য ৫০০/- টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।
যোগাযোগঃ- অধ্যক্ষ, ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এমএ) মাদরাসায়, গাউছিয়া মাদরাসা, হাটহাজারী, চট্টগ্রাম।