ছিলাখানা মডেল কলেজের অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ - দৈনিকশিক্ষা

ছিলাখানা মডেল কলেজের অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি |

কুড়িগ্রামের নাগেশ্বরী ছিলাখানা মডেল কলেজের অধ্যক্ষের পদ নিয়ে শিক্ষক-কর্মচারী ও কলেজের সভাপতির মধ্যে রশি টানাটানি চলছে। জানা যায়, উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানা মডেল কলেজের সভাপতি জহুরুল হক গোপনে কলেজের ম্যানেজিং কমিটি তৈরি করেন এবং বর্তমান স্থানীয় সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগরের সুপারিশ ও স্বাক্ষর জাল করে ভুয়া কাগজ তৈরি করে তার শ্যালিকার স্বামী পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের দক্ষিণ অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ করেছেন। এতে করে শিক্ষক-কর্মচারীগণ ক্ষিপ্ত হয়ে উঠেছেন।

বিষয়গুলো তারা সরকারি বিভিন্ন দপ্তরে পৃথক পৃথক কয়েকটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, একই ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে কলেজটিকে নিজের কব্জায় রেখে পরিচালনা করতে চায়। জহুরুল হক কখনও অধ্যক্ষ কখনও সভাপতি কখনও প্রতিষ্ঠাতা সদস্য আবার কখনও নিজের স্ত্রী রাশেদা বেগমকে দাতা সদস্য দেখিয়ে নানামুখী কৌশল অবলম্বন করছেন। এভাবে তার একক সিদ্ধান্তে কলেজের সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে তার নিজ আত্মীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে অধ্যক্ষ করলে তার সরকারি চাকরি নিয়ে সমস্যা দেখা দেয়। পরে তাকে বাদ দিয়ে আবারও তার আরেক আত্মীয় জুনিয়র শিক্ষক আলতাফ হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন।

যা কলেজের শিক্ষক কর্মচারীগণ মেনে নিতে পারছেন না। এছাড়াও জাল সুপারিশ ও স্বাক্ষরের বিষয়টি শিক্ষক কর্মচারীরা এমপি’র নিকট লিখিত অভিযোগ করলে তিনি বিষয়টি ডিও লেটারের মাধ্যমে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এবং ভুয়া ম্যানেজিং কমিটি ভেঙে এডহক কমিটি গঠনসহ ভুয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ অপসারণ করে নিয়োগকৃত সিনিয়র প্রভাষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগদানের সুপারিশ করেছেন। শিক্ষক-কর্মচারীসহ স্থানীয়দের দাবি বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাফ হোসেনকে অপসারণ করে কলেজের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফাকে অধ্যক্ষ করা হলে ছিলাখানা মডেল কলেজের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক অবস্থানে ফিরে আসবে।

এ ব্যাপারে ১৭ই ডিসেম্বর নাগেশ্বরী উপজেলা মাধ্যমিমক শিক্ষা অফিসার কামরুল ইসলাম অভিযোগের প্রেক্ষিতে সরজমিন তদন্তে যায়। তদন্তের শেষ পর্যায়ে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে দু’পপেক্ষর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে তদন্ত কর্মকর্তা স্থান ত্যাগ করেন।

এ ব্যাপারে কথা বলতে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাফ হোসেনকে একাধিকার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

সভাপতি জহুরুল হক বলেন, বিষয়টি এমপি সাহেব জানেন, মাধ্যমিক শিক্ষা অফিসার তদন্ত করে গেছেন কোনো সমস্যা হবে না, নিষ্পত্তি হয়ে যাবে।

তদন্ত কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলাম বলেন, তদন্ত চলমান রয়েছে। তাছাড়া এখানে স্থানীয় এমপি মহোদয়ের সংশ্লিষ্টতা আছে, আর উনি ঢাকায় আছেন, এলাকায় এলে ওনার সঙ্গে কথা বলে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর বলেন, জাল সিগ্নেচারের বিষয়টি আমি কনফার্ম না। সত্যতা যাচাইয়ে লোক লাগানো হয়েছে।  

সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ - dainik shiksha শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.0037169456481934