জবিতে সুরে সুরে জাতীয় কবিকে স্মরণ | বিশ্ববিদ্যালয় নিউজ

জবিতে সুরে সুরে জাতীয় কবিকে স্মরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীতানুষ্ঠান আয়োজিত হয়েছে। বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীতানুষ্ঠান আয়োজিত হয়েছে। বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বাঙালির অসাম্প্রপ্রদায়িক চেতনার উদ্বোধক বিদ্রোহী এ কবির জন্মোৎসবের সূচনা হয়। এরপর সংগীত বিভাগের ৬টি ব্যাচের অংশগ্রহণে নজরুলের বৈচিত্র্যবিসারী সুরে নানান গান দিয়ে সাজানো হয় এ আয়োজন। 

অনুষ্ঠানে তোরা সব জয়ধ্বনি কর, দূর দ্বীপবাসিনী, রুমঝুমঝুম, মনের রং লেগেছ, শুকনো পাতার নূপুর পায়ে, পুবান হাওয়া, জয় হোক, মধুকর মঞ্জির, গগনে প্রলয়সহ নজরুলের প্রায় ২০টি উল্লেখযোগ্য গান পরিবেশিত হয়। গানের ফাঁকে নজরুল রচিত আবৃত্তি করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন, শাস্ত্রীয় সংগীতগুরু ড. আলী এফ এম রেজোয়ান, সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. ঝুমুর আহমেদসহ শিক্ষক-শিক্ষার্থীরা।