জবি ছাত্রীর মৃত্যু, নানা প্রশ্ন - দৈনিকশিক্ষা

জবি ছাত্রীর মৃত্যু, নানা প্রশ্ন

জবি প্রতিনিধি |

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমএ প্রথম সেমিস্টারের (২০২০-২০২১ শিক্ষাবর্ষ, ১২ তম ব্যাচ) শিক্ষার্থী অংকন বিশ্বাস আর নেই। গতকাল রোববার রাত ১১টার দিকে বিএসএমএমইউ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্ট অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুকে ঘিরে নানা রহস্যের সৃষ্টি হয়েছে। 

অংকন বিশ্বাস

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অংকন বিশ্বাস মাস্টার্স ১ম বর্ষ ১ম সেমিস্টারে অধ্যয়নরত ছিলেন। অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থীর গত ২৪ এপ্রিল হুট করেই তার একসাথে ব্রেইন স্ট্রোক এবং হৃদপিন্ডের ধমনীতে ব্লকের সৃষ্টি হয়ে হার্ট অ্যাটাক ঘটে। তখন থেকেই সে আজগর আলী হাসপাতালের আইসিইউতে ছিল। পরবর্তীতে বিএসএমএমইউ স্থানান্তর করা হয়েছিল। হঠাৎ করেই অক্সিজেন ঠিক মতো নিতে পারছিলো না যার কারণে শরীরের বিভিন্ন অঙ্গ নিস্তেজ হওয়া শুরু করেছিলো। শুরু থেকেই তার অবস্থা ভীষণ সংকটাপন্ন । তাকে আইসিইউতে পুরোপুরি লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

ওই ছাত্রীর সহপাঠীরা দৈনিক শিক্ষাডটকমকে জানান, ‘ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচ ( ২০১৬-১৭ শিক্ষাবর্ষ) জবি ডিবেট ক্লাবের সাবেক সভাপতি শাকিল আহমেদ ভাইয়ের সঙ্গে অংকনের প্রেমের সম্পর্ক ছিল। তারা গোপনে বিয়ে করারর পরেও অংকনকে স্ত্রীর স্বীকৃতি দিতে রাজি না হাওয়ায় সে বিষ খায়। পড়ে ওয়াশ করার সময় তার হার্ট অ্যাটাক হয়েছে বলে জানতে পেরেছি।’

বিশ্ববিদ্যালয়ের অপর এক শিক্ষার্থী দৈনিক শিক্ষাডটকমকে জানান, ওই ছাত্রীর অপর এক সহপাঠী শাকিল আহমেদ নামের এক যুবকের সঙ্গে অংকনের বিয়ের একটি কাবিন নামা সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহপাঠীরা পোস্ট করছেন। 

সে কবিন নামার কপি দৈনিক শিক্ষাডটকমের হাতেও এসেছে। তবে, তার সত্যতা বা শাকিল আহমেদের পরিচয় নিশ্চিত করা যায়নি। 

এদিকে অংকন বিশ্বাসের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ গভীর শোক প্রকাশ করছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মমিন উদ্দীন বলেন, অংকন বিশ্বাস মারা যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। অংকন বিশ্বাস অনার্স চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ নম্বার পেয়ে ১ম স্থান অধিকার করেছিল। এছাড়াও সে ভাল বিতার্কিক ছিল আন্তঃব্যাচ, আন্তঃবিভাগ, আন্তঃবিশ্ববিদ্যালয়সহ জাতীয় টেলিভিশন বিতর্কে একাধিকবার অংশগ্রহণ করে সে বিভাগ এবং বিশ্ববিদ্যালয়কে সম্মানিত করেছে। তার এ অকাল মৃত্যু বিভাগের জন্য এক অপুরণীয় ক্ষতি। এ সময় তিনি বিভাগের পক্ষ থেকে অংকন বিশ্বাসের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0029768943786621