জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার বাংলাদেশ স্কাউটস ট্রেনিং এর সর্বোচ্চ স্বীকৃতি ফোর বিড্স (লিডার ট্রেনার) অ্যাওয়ার্ড অর্জন করেন।
এ উপলক্ষে রবিবার (১০ জানুয়ারী) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ড. মনিরুজ্জামানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ফোর বিড্স অ্যাওয়ার্ড এর পূর্বশর্ত অনুযায়ী ড. মনিরুজ্জামান ফিলিপাইনে এপিআর সি এল টি কোর্সে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তিনিই প্রথম লিডার ট্রেনার হিসেবে স্বীকৃতি অর্জন করেন।
এ ব্যাপারে অধ্যাপক ড. মনিরুজ্জামান বলেন, এই এওয়ার্ড পেয়ে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ এর সাথে যুক্ত সকলকে ধন্যবাদ জানাই, ভবিষ্যতে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট সহ তরুণদের নিয়ে কাজ করতে চাই।