জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক পরিচয় দিয়ে বাসের হেলপারকে মারধর করা শাকিল সহ-সমন্বয়ক নন। জবিতে সহ-সমন্বয়ক নামে কোনো পদই নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ২৯ জুলাই ২৭ সদস্য বিশিষ্ট যে সমন্বয়ক পরিষদ গঠিত হয় সেখানেও তার নাম নেই। শাকিল জবির রসায়ন বিভাগের ১৪তম ব্যাচের ছাত্র। তিনি শাখা ছাত্রলীগের কর্মী ছিলেন বলেও জানা যায়। প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বাস কমিটির সভাপতি হন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এর আগে সোমবার (২ সেপ্টেম্বর) রাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায় জবির সহ-সমন্বয়ক পরিচয় দিয়ে একজন বাস হেলপারকে চড় থাপ্পড় মারছেন। ভিডিওটি ভাইরাল হলে চারিদিকে সমালোচনার ঝড় ওঠে।জবির ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র ও আন্দোলনে নেতৃত্ব দেয়া নূর নবী বলেন, জবিতে কখনো সহ সমন্বয়ক নামে কোন পদ ছিলো না। আমরা লক্ষ্য করছি ছত্রলীগের সাথে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলো তারা ক্যম্পাসে সাধারণ শিক্ষার্থী নাম করে নানা অপকর্মে লিপ্ত হয়েছে। ছাত্রলীগের সকল ষড়যন্ত্র সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করবে।
জবি ছাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অর্গানাইজিং উইং এর সদস্য শাহিন আলম সান বলেন, শাকিল নামের এই ছেলেকে আমি চিনি না। এই ঘটনা জবির সুনাম ক্ষুন্ন করেছে। শিক্ষার্থীরা সবসময় ন্যায়ের পক্ষে ছিলো। ইতিমধ্যে এই ছেলের বিরুদ্ধে অভিযোগ এসেছে সে ছাত্রলীগ কর্মী ছিলো। এই অপকর্মের বিরুদ্ধে শিক্ষার্থীরা দ্রুতই ব্যবস্থা নেবে। এমন ঘটনা কোনভাবেই কাম্য নয়।