জমিয়ে রাখলে নষ্ট হবে লাখো টিকা : ইউনিসেফ

জমিয়ে রাখলে নষ্ট হবে লাখো টিকা : ইউনিসেফ

ধনী দেশগুলো যদি কোভিড-টিকার বড় অংশ এখনও নিজেদের জিম্মায় রেখে দেয়,তবে টিকার লাখো ডোজ নষ্ট হয়ে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে ইউনিসেফ। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ বলছে, সারা বছর ধরে টিকার নির্বিঘ্ন সরবরাহ দরকার এমন পরিস্থিতিতে গরীব দেশগুলোর তা কেনার অর্থ সামর্থ্য নাও থাকতে পারে।

ধনী দেশগুলো যদি কোভিড-টিকার বড় অংশ এখনও নিজেদের জিম্মায় রেখে দেয়,তবে টিকার লাখো ডোজ নষ্ট হয়ে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে ইউনিসেফ। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ বলছে, সারা বছর ধরে টিকার নির্বিঘ্ন সরবরাহ দরকার এমন পরিস্থিতিতে গরীব দেশগুলোর তা কেনার অর্থ সামর্থ্য নাও থাকতে পারে।

যুক্তরাজ্য ও অন্যান্য দেশগুলো ইতোমধ্যে কোভিড টিকার বাড়তি ডোজগুলো সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। এখন অনেক ধনী দেশ সাড়া না দেওয়ায় তাদের তাগাদা দিচ্ছে ইউনিসেফ।খবর বিবিসির।

বিলি আইলিস, ডেভিড ব্যাকহামের মতো শীর্ষ তারকাও ধনী দেশগুলোর প্রতি টিকার বাড়তি ডোজগুলো দরিদ্র দেশগুলোতে সরবরাহ করতে অনুরোধ জানিয়েছেন। বলিউডি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও রয়েছেন সেই তালিকায়। 

জি-৭ভুক্ত দেশগুলোর নেতৃত্বের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে তারকারা স্বাক্ষর করেছেন। যুক্তরাজ্যসহ বাকি ধনী দেশগুলোকে তাদের ভান্ডারে থাকা টিকার ২০ শতাংশ অগাস্টের মধ্যে বিতরণ করতে অনুরোধ করা হয়েছে এই চিঠিতে।

অ্যান্ডি মারে, অলিভিয়া কোলম্যান, ইওয়েন ম্যাকগ্রেগর, লিয়াম পেইন, জোনাস, অরলান্ডো ব্লুম, কেটি পেরি, জেমা চ্যান, হুপি গোল্ডবার্গ, ক্লডিয়া শিফার ও ক্রিস হয়-র মত তারকারাও এই চিঠিতে স্বাক্ষর করেছেন।

ইউনিসেফের ভ্যাকসিন বিভাগের প্রধান লিলি কাপরানি বিবিসি নিউজনাইটকে বলেছেন, ‘সন্দেহাতীতভাবে আঠারো বছরের নিচে তরুণদের টিকা দিতেই হবে। কিন্তু এই মুহূর্তে প্রাধান্য দিতে হবে ঝুঁকিপূর্ণ ও অগ্রাধিকার তালিকায় থাকা ব্যক্তিদের। তাদের টিকা প্রাপ্তি নিশ্চিৎ করতে হবে।’

তাই আমরা যুক্তরাজ্য ও জি-৭কে বলছি, তাদের টিকা যেন দরিদ্র দেশগুলোকে দান করে, একইসঙ্গে তাদের জনগণকে টিকা দানও যেন অব্যাহত থাকে।

কিন্তু গত সপ্তাহে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হেনকক বলেছেন, এ মুহূর্তে ভ্যাকসিন বাইরের দেশে পাঠানোর চেয়ে তাদের কাছে গুরুত্ব পাচ্ছে শিশুদের টিকা দানের বিষয়টি।

‘কোভ্যাক্স ভ্যাকসিন বিনিময় নীতিমালা’ অনুযায়ী যুক্তরাজ্যও কী পরিমাণ টিকা অন্যান্য দেশগুলোকে দেবে, তা এখনও পরিস্কার করে বলছে না। তবে ম্যাট হেনকক বলেছেন, তাদের ভান্ডারে অতিরিক্ত ভ্যাকসিন নেই। 

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন দেশের ১০০ জনেরও বেশি সাবেক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও মন্ত্রীপরিষদের সদস্যরা জি-৭ জোটকে অনুরোধ করেছেন, তারা যেন বৈদেশিক সহায়তা তহবিলের জন্য বরাদ্দ ৬৬ বিলিয়ন ডলারে দুই তৃতীয়াংশ দরিদ্র দেশগুলোর টিকা ক্রয়ে দান করেন।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বিবিসিকে বলেছেন, এ মুহূর্তে নিজ দেশের সব নাগরিককে টিকার আওতায় আনা সর্বাধিক গুরুত্ব পাবে। টিকার বিষয়ে আপনি একেবারে নিখুঁত হতে পারবেন না, তবে অগ্রাধিকার ভিত্তিতে আমরা কিছু টিকা তো পাঠাতেই পারি।