জলবায়ু : ক্ষতিপূরণের দাবি শিক্ষার্থীদের - দৈনিকশিক্ষা

জলবায়ু : ক্ষতিপূরণের দাবি শিক্ষার্থীদের

সাতক্ষীরা প্রতিনিধি |

বৈশ্বিক  উষ্ণতাজনিত জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত। তাই এ ক্ষতিপূরণের দাবি নিয়ে স্কুল ছেড়ে মাঠে নেমেছে সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরের শিক্ষার্থীরা। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পদযাত্রা, মানববন্ধন ও সমাবেশ করে এ দাবি জানায়।

ক্ষতিপূরণের পাশাপাশি কার্বন নির্গমন ও নিঃসরণ হ্রাস করে পৃথিবীকে রক্ষার দাবিও তুলে ধরে তারা। জলবায়ু পরবির্তনের ক্ষয়ক্ষতি ও বাংলাদেশে এর বিরূপ প্রভাবের উল্লেখ করে তারা আরো বলেন, এ অবস্থা চলতে থাকলে মানব জীবন ঝুঁকির মধ্যে পড়বে। 

এরই মধ্যে জলবায়ু পরবির্তনের কারণে প্রকৃতি, প্রাণি, মাটি, পানি, জনস্বাস্থ্য, কৃষি ও সুন্দরবনে বৈরি অবস্থার সৃষ্টি হয়েছে। দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল ঝড় বন্যা লবণাক্ততা, জলাবদ্ধতা ও জলোচ্ছ্বাসসহ নানা দুর্যোগের কবলে পড়েছে। 

তরা জানান, আন্তর্জাতিক পর্যায়ে গত ২৪ বছরে ২৪ টি জলবায়ু সম্মেলন হলেও সেখানে বারবার জলবায়ু সমঝোতার কথা বলা হয়েছে। এমনকি ২০১৫ খ্রিষ্টাব্দে প্যারিস সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অনুকূলে ক্ষতিপূরণ ও কাবর্ন নিঃসরণ হ্রাসের কথা বলা হলেও তা বাস্তবায়িত হয়নি। আগামি ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠেয় ক্লাইমেট অ্যাকশন সামিটে এসব বিষয় তুলে ধরার আহ্বান জানান তারা। 

মানববন্ধন ও সমাবেশে শিক্ষার্থীরা জানান, এরই মধ্যে বিশ্বের ৪শ’ টি শহরে প্রায় এক কোটি শিক্ষার্থী একই দাবি নিয়ে মাঠে নেমেছেন। সুইডেনের স্কুল ছাত্রী গ্রেটা থানবর্গের ‘ক্লাইমেট ফর ফিউচার’ এর আহ্বানে তারা স্কুল ছেড়ে পথে নেমে এসেছে।

শ্যামনগর উপজেলা সদরে একটি বেসরকারি সংস্থার আয়োজনে অনুষ্ঠিত শিক্ষার্থী ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন, মাস্টার নজরুল ইসলাম, মোহন কুমার মন্ডল, সাইফুল ইসলাম, সায়ন্তনী মন্ডল, কামরুল ইসলাম, সজীব ওসমান, শামিউল ইসলাম মুন্না,প্রিন্স হোসেন প্রমুখ।

সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ - dainik shiksha শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.0035779476165771