জাতীয়করণের দাবিতে প্রাথমিক শিক্ষকদের অনশন, অসুস্থ ২৮ (ভিডিও) - দৈনিকশিক্ষা

জাতীয়করণের দাবিতে প্রাথমিক শিক্ষকদের অনশন, অসুস্থ ২৮ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক |

জাতীয়করণের দাবিতে আমরণ অনশনে থাকা প্রাথমিক বিদ্যালয়ের ২৮ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।এর মধ্যে ৫ শিক্ষককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার (২৪শে জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো অনশন করেন তারা।

এর আগে দুই দিন অবস্থান ও প্রতিকী অনশন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে গত রোববার (২১শে জানুয়ারি) থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষকরা।

বুধবার সকালে দেখা গেছে, জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাত এবং সড়কে শিক্ষকরা পাটি, পত্রিকা বিছিয়ে বসে রয়েছেন। পুরুষদের সঙ্গে দূর-দূরান্ত থেকে নারী শিক্ষকরাও এসেছেন আমরণ কর্মসূচিতে। তাদের সঙ্গে রয়েছে কাপড় চোপড়ের ব্যাগ। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে অনশনস্থলেই স্যালাইন দেয়া হয়েছে।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. মামুনুর রশিদ খোকন বুধবার সন্ধ্যায় দৈনিকশিক্ষা ডটকমকে বলেন, অনশন করতে গিয়ে আমাদের ১৬ জন পুরুষ ও ১২ জন নারীসহ ২৮ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির মহাসচিব কামাল হোসেন জানান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। কিন্তু তাদের বিদ্যালয়গুলো সব শর্ত পূরণ করেও জাতীয়করণ থেকে বঞ্চিত।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি শাহজাহান আলী (সাজু) বলেন, ‘জাতীয়করণ বঞ্চিত সারাদেশে এরকম কতটি স্কুল রয়েছে এটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলতে পারবে। কারণ প্রধানমন্ত্রীর জাতীয়করণের ঘোষণার তালিকা থেকে আমলারা কৌশলে তাদের বাদ দিয়েছিলেন। এ জন্য তারা বঞ্চিত হন।’ তিনি বলেন, ‘তাদের কর্মসূচিতে তিন থেকে সাড়ে তিন হাজার প্রতিষ্ঠানের শিক্ষকরা যোগ দিয়েছেন।

বুধবার অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন সমিতির সংগঠনের সাংগঠনিক সম্পাদক আ.স.ম জাফর ইকবাল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মহাসচিব আলহাজ্ব মুনসুর আলী, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য সালেউদ্দিন বদরূল,আমিন ফরহাদ ফিরোজ উদ্দিন, মিজানুর রহমান ,শাহনাজ পারভীন, আশরাফুল ইসলাম, নীলা রানী দাস, সুমন কুমার চাকী, শেখ রাজু আহমেদ, হারূনর রশিদ, বক্তিয়ার আহমেদ প্রমুখ।

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0032098293304443