চিকিৎসকদের উচ্চশিক্ষায় ডাবল ডিগ্রি বন্ধ হচ্ছে - দৈনিকশিক্ষা

চিকিৎসকদের উচ্চশিক্ষায় ডাবল ডিগ্রি বন্ধ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক |

সরকারি চিকিৎসকদের উচ্চশিক্ষায় ডাবল ডিগ্রি গ্রহণ বন্ধ হচ্ছে! মাঠ পর্যায়ে চিকিৎসক সংকট দূর করতে এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্যসচিব বলেন, চিকিৎসকদের কোনো অবস্থাতেই উচ্চতর ডাবল ডিগ্রি গ্রহণের সুযোগ দিয়ে সময় নষ্ট করা সমীচীন হবে না। সভায় সরকারি চিকিৎসকদের উচ্চশিক্ষায় ডাবল (দ্বৈত) ডিগ্রি গ্রহণ বন্ধের সিদ্ধান্ত হয়।

‘দেশে চিকিৎসকদের উচ্চশিক্ষা গ্রহণ ও মাঠ পর্য়ায়ের চিকিৎসাসেবা নিশ্চিতকল্পে উচ্চশিক্ষার জন্য চিকিৎসকদের অনুকূলে প্রেষণ মঞ্জুরে ভারসাম্যপূর্ণ উপায় নির্ণয়ে’অনুষ্ঠিত ওই সভায় ঘুরে ফিরে তৃণমূল পর্য়ায়ে চিকিৎসকের নিদারুণ সংকটে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে জানানো হয়।

সভায় জেলা-উপজেলায় চিকিৎসক সংকট দূর করতে ক্লিনিক্যাল সব বিষয়ে ‘আপাতত’ ডেপুটেশন বন্ধ রাখাসহ বিভিন্ন গুরত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভার কার্যবিবরণী থেকে জানা গেছে, দেশের বিভিন্ন হাসপাতালে বিশেষ করে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে চিকিৎসকের চরম সংককট মোকাবেলায় ‘অপ্রয়োজনীয়’ কোর্সসমূহ আপাতত বন্ধ রাখার প্রস্তাব করেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন)।

অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) জানান, চিকিৎসকদের উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে ‘প্রেষণ নীতিমালা’সংশোধিত ২০১৩ অনুসরণ করা হচ্ছে। সার্জারি, মেডিসিন, পেডিয়েট্রিকস্ ও গাইনোকলজি- এ চার মূল বিষয় ও ৩৩টি সাব স্পেশালিটি বিষয়ে চিকিৎসকরা উচ্চ ডিগ্রি গ্রহণ করে থাকেন।

তিনি জানান, চলতি বছরের জানুয়ারি-এপ্রিল পর্যন্ত মোট ৯৫১ জন চিকিৎসককে বিভিন্ন মেয়াদে উচ্চতর কোর্সে বিভিন্ন চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে প্রেষণ মঞ্জুর করে অধ্যয়নের অনুমতি দেয়া হয়। এ ছাড়া স্বাস্থ্য অধিদফতর, বিএসএমএমইউ থেকে আরও পাঁচ শতাধিক চিকিৎসকের উচ্চশিক্ষা গ্রহণের আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। আবেদনগুলোর কোর্স ১ জানুয়ারি, ১ মার্চ ও ১ জুলাই শুরু হওয়ার কথা। এ সব কোর্সের প্রথম পর্বের মেয়াদ ১ বছর, ২ বছর এবং ৩ বছর, ২য় ও ৩য় পর্বের মেয়াদও অনুরূপ।

তিনি আরও জানান, প্রেষণের জন্য প্রাপ্ত আবেদন থেকে ৮০ চিকিৎসকের আবেদনপত্র পর্যালোচনা করে দেখা যায়, ২৯ বেসিক বিষয় ও ৫১ ক্লিনিক্যাল বিষয়ে সাব-স্পেশালিটির জন্য আবেদন করা হয়েছে।

স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব বলেন, ঢালাওভাবে ডেপুটেশন বন্ধ করা যৌক্তিক হবে না। বরং তা যৌক্তিক পর্যায়ে সীমিত করার জন্য প্রস্তাব দেন তিনি। তবে একই সঙ্গে তিনি চিকিৎসকদের বুনিয়াদি প্রশিক্ষণ তিনটি কেন্দ্রের বাইরে অন্য সব জায়গায় ছয় মাসের জন্য বন্ধ রাখার প্রস্তাব দেন।

সভায় উপস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) বলেন, ডেপুটেশন বন্ধ রাখা উচিত হবে না। তিনি উচ্চশিক্ষার সুযোগ পাওয়া চিকিৎসকদের প্রয়োজনীয় শিক্ষা ছুটি দিয়ে বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলো সচল রাখার জোর দাবি জানান।

সভার সার্বিক আলোচনা শেষে, ক্লিনিক্যাল বিষয়ে পার্ট-ওয়ান বা ফেজ-এ’র আবেদনের জন্য ডেপুটেশন পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে যারা অ্যানেস্থেসিওলজি এবং ফরেনসিক মেডিসিনে শিক্ষার জন্য যেতে চায় তাদেরকে ডেপুটেশন দেয়ার সিদ্ধান্ত হয়।

তবে বিভিন্ন কোর্সের ভর্তি পরীক্ষা চলমান থাকবে। যারা এখন বিভিন্ন কোর্সে সুযোগ পেয়েছেন তাদেরকে পরবর্তী সেশনে বিনা পরীক্ষায় ভর্তির যোগ্য বলে বিবেচনা করার সিদ্ধান্ত হয়।

শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0036981105804443