জাতীয়করণ : স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকদের মানববন্ধন আজ | সরকারিকরণ নিউজ

জাতীয়করণ : স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকদের মানববন্ধন আজ

জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ বুধবার (৩০ মে) মানববন্ধন কর্মসূচি পালন করবেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। এর আগে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে গত ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন ইবতেদায়ী মাদ

জাতীয়করণের দাবিতে  জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ বুধবার (৩০ মে) মানববন্ধন কর্মসূচি পালন করবেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। এর আগে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে গত ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন  করেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। পরে ৯ জানুয়ারি থেকে লাগাতার অমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেন। টানা ৮ দিন পর সরকারের পক্ষে  আশ্বাস দিয়ে ১৬ জানুয়ারি মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব মোঃ আলমগীর শিক্ষকদের অনশন ভঙ্গ করান।

জাতীয়করণ : স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকদের মানববন্ধন আজ
ইবতেদায়ি শিক্ষকদের অনশনের ফাইল ছবি

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান মঙ্গলবার রাতে দৈনিকশিক্ষা ডটকমকে জানান, ‘প্রধানমন্ত্রীর স্বদিচ্ছায়, শিক্ষা মন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর নির্দেশে শিক্ষা সচিবের মাধ্যমে  জাতীয়করণের আশ্বাস দেয়া হয়েছিল।’  সেই আশ্বাস দ্রুত বাস্তবায়নের দাবিতে বুধবার সকাল ১১ টায় সারা দেশের শিক্ষকদের নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূটি পালন করা হবে।মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী এবং অর্থ মন্ত্রীর  কাছে স্মারকলিপি দেয়া হবে বলে জানান এ শিক্ষক নেতা।

জানা যায়, মাদ্রাসা বোর্ডের নিবন্ধন পাওয়া ১০ হাজারের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা আছে। এতে শিক্ষকের সংখ্যা প্রায় ৫০ হাজার। মাত্র এক হাজার ৫১৯টি ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক দুই হাজার ৫০০ টাকা ও সহকারী শিক্ষকরা দুই হাজার ৩০০ টাকা ভাতা পান। বাকি শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিনা বেতনে চাকরি করছেন।