জাতীয় ঐক্য তৈরিতে বিএনপির দাবির সঙ্গে একমত জামায়াত - দৈনিকশিক্ষা

জাতীয় ঐক্য তৈরিতে বিএনপির দাবির সঙ্গে একমত জামায়াত

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য তৈরির ব্যাপারে বিএনপি যে দাবি জানিয়েছে, তার সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দলটির আমির ডা. শফিকুর রহমান।  

জামায়াতের আমীর বলেন, অন্তর্বতী সরকার যাতে শৃঙ্খলার ভেতর থেকে একটা কার্যকর নির্বাচনের দিকে আগাতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। দেশ আমাদের সবার, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সবাই মিলে জাতীয় ঐক্য গড়া, যাতে আরও শক্ত বা দৃঢ় থাকা যায়। এছাড়া প্রশাসনে আরও কিভাবে গতি আনা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বৈঠকে দ্রব্যমূল্য কিভাবে কমিয়ে আনা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। কারণ, দ্রব্যমূলের ঊর্দ্ধগতির ফলে জনগণের কষ্ট হচ্ছে, মানুষের সামর্থের মধ্যে দ্রব্যমূল্য কিভাবে নামিয়ে আনা যায়, এসব বিষয় নিয়ে কথা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, সামনে রমজান মাস। এই মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, এ সমস্ত বিষয় নিয়ে আমরা পরামর্শ করেছি।

জামায়াতের আমীর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অনেক আলোচনা হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। এসব আলোচনায় আমরা একমত হয়েছি। আমরা বলেছি, দেশবাসীকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে যারাই জড়িত থাকবে, তাদেরই আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে দেশকে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে। এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য। বিএনপির ঐক্য তৈরির দাবিকে আমরা স্বাগত জানিয়েছি।

তিনি আরও বলেন, দলমত, ধর্ম নিয়ে ভিন্নতা থাকবেই। দেশকে নিয়ে প্রয়োজনে আমরা যাতে একমত, ঐক্যবদ্ধ থাকতে পারি, এই বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা কথা বলেছি। তবে নির্বাচনের রোডম্যাপ নিয়ে বৈঠকে কোনো কথা হয়নি বলে জানান তিনি।

ইসকন নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতের আমীর বলেন, শুধু ইসকন না, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি।

এর আগে আজ সন্ধ্যা ৬টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় যান জামায়াতের আমির। এ সময় তার সঙ্গে ছিলেন দলটির দুই সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, আব্দুল হালিম এবং নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।

গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃতে দলটির প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। বৈঠক তারা জাতীয় ঐক্যের আহ্বান জানান।

ইএফটিতে এমপিও প্রক্রিয়ায় জটিলতা, বেকায়দায় শিক্ষা প্রশাসন - dainik shiksha ইএফটিতে এমপিও প্রক্রিয়ায় জটিলতা, বেকায়দায় শিক্ষা প্রশাসন সরকারি চাকুরেদের বিদেশে বিনোদন ভ্রমণও স্থগিত দীর্ঘমেয়াদি শিক্ষা ছুটিতেও না - dainik shiksha সরকারি চাকুরেদের বিদেশে বিনোদন ভ্রমণও স্থগিত দীর্ঘমেয়াদি শিক্ষা ছুটিতেও না বৈষম্যমূলক জাতীয়করণ সমস্যার সমাধান জরুরি - dainik shiksha বৈষম্যমূলক জাতীয়করণ সমস্যার সমাধান জরুরি বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি - dainik shiksha বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি জাবি ছাত্রীর সঙ্গে অ*শোভন আচরণ, ৩০ বাস আ*টক - dainik shiksha জাবি ছাত্রীর সঙ্গে অ*শোভন আচরণ, ৩০ বাস আ*টক কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে প্রকৌশল গুচ্ছ ‍টিকিয়ে রাখতে উপাচার্যদের শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি - dainik shiksha প্রকৌশল গুচ্ছ ‍টিকিয়ে রাখতে উপাচার্যদের শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জানুয়ারিতে সব শ্রেণির বই দেয়া নিয়ে শঙ্কায় অর্থ উপদেষ্টা - dainik shiksha জানুয়ারিতে সব শ্রেণির বই দেয়া নিয়ে শঙ্কায় অর্থ উপদেষ্টা please click here to view dainikshiksha website Execution time: 0.004878044128418