জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে ডিআরইউ - দৈনিকশিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে ডিআরইউ

নিজস্ব প্রতিবেদক |

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনিয়ম, দুর্নীতির সংবাদ প্রচার করায় বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম ও প্রতিবেদক কাজী ফরিদকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সংগঠনটির কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ডিআরইউসহ অন্যান্য সংবাদিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। এসময় হুমকি দাতাদের খুঁজে বের করে দ্রুত গ্রেফতারের দাবি জানান।  

এসময় সাংবাদিক নেতারা বলেন, সত্য ও ন্যায়ের পথে থাকা সংবাদকর্মীদের ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, হুমকিদাতাদের যদি আইনের আওতায় না নিয়ে আসা হয় তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমাদের সহকর্মী সাইফুল ইসলাম ও কাজী ফরিদকে হুমকি দেয়া হয়েছে। এতে উদ্বেগ-উৎকণ্ঠা যেমন তাদের পরিবারে ছড়িয়ে পড়েছে, তেমনি সমাজ ও রাষ্ট্রেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। আমরা এই মৃত্যু হুমকি নিয়ে সাংবাদিকতা করতে আসিনি। এ ধরনের হুমকি-ধামকি দিয়ে আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ হয়তো তৈরি করা সম্ভব। কিন্তু স্বাধীন সংবাদপত্র এবং সংবাদ বিকাশের পথ রুদ্ধ করা কঠিন। 

নেতারা বলেন, সংবাদ পছন্দ না হলে প্রতিবাদ দিন। কিন্তু কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেয়া মেনে নেয়া যায়না। তারা আরও বলেন, হুমকি দেয়ার এক সপ্তাহ পার হলেও হুমকিদাতাদের খুঁজে বের করা যায়নি। তাদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান সংবাদিক নেতারা।  

গত ১১ থেকে ১৫ই জানুয়ারি পর্যন্ত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনিয়ম, দুর্নীতি ও অদক্ষতা নিয়ে প্রতিবেদন প্রচার করে বৈশাখী টেলিভিশন। এরপরই বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদককে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি ও খামে কাফনের কাপড় হিসেবে পাঠানো হয় সাদা এক টুকরা কাপড়। এর প্রতিবাদে ক্ষোভে-বিক্ষোভে ফেটে পড়েছেন সাংবাদিকরা। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।

নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0033309459686279