জাপানের সঙ্গে শিক্ষক এক্সচেঞ্জ চালুর চিন্তা | বিশ্ববিদ্যালয় নিউজ

জাপানের সঙ্গে শিক্ষক এক্সচেঞ্জ চালুর চিন্তা

বিশ্ববিদ্যালয়ে জাপানিজ ভাষা শেখানো এবং প্রশিক্ষিত শিক্ষকদের মাধ্যমে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করতে শিক্ষক এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ে জাপানিজ ভাষা শেখানো এবং প্রশিক্ষিত শিক্ষকদের মাধ্যমে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করতে শিক্ষক এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 

রোববার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পরে এ উদ্যোগের কথা জানান মন্ত্রী।

এ সময় জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সংযোগ ও কোলাবরেশন বৃদ্ধিতে ইচ্ছুক জাপান সরকার।

জাপানে রোবোটিক্স ও ম্যনুফ্যাকচারিং ক্ষেত্রে যেসব চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে সেসব ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের পুনরায় প্রশিক্ষণ দিয়ে জাপানের শিল্প কারখানায় নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের এই রাষ্ট্রদূত।

তাছাড়া ম্যানুফ্যাকচারিং সেক্টরে বাংলাদেশে আরো বিনিয়োগ করতে চায় জাপান।  এ সময় শিক্ষামন্ত্রী, তথ্যপ্রযুক্তি এবং টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিং-এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শুরু করে শিক্ষার সব ক্ষেত্রে জাপান সরকারের যেকোনো উদ্যোগকে সহযোগিতা করার আশ্বাস দেন।