জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফরউল্লাহ খান চৌধুরী লাহরীর স্মরণসভা আগামীকাল শনিবার। সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি (কাজী জাফর) এ সভার আয়োজন করেছে।
সভায় সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরউল্লাহ চৌধুরী। এছাড়া পার্টির নেতারা স্মরণসভায় অংশগ্রহণ করবেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতা, জাতীয় পার্টির (কাজী জাফর আহমেদ) মহাসচিব এবং কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফরুল্লাহ খান চৌধুরী লাহরী গত বছরের ৩১ অক্টোবর রাতে কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।