জাবির ৬ শিক্ষককে শোকজের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিকশিক্ষা

জাবির ৬ শিক্ষককে শোকজের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাবি প্রতিনিধি |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) আওয়ামীলীগপন্থি শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সাংগঠনিক সম্পাদকসহ ছয় সদস্যকে শোকজ করায় নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন তারা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ অনাস্থা প্রকাশ করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক মো. নুরুল আলম।

তিনি বলেন, গত ১৫ ফেব্রুয়ারি সংগঠনটির বর্তমান সভাপতি অধ্যাপক অধ্যাপক মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মো. আমির হোসেন স্বাক্ষরিত এক পত্রে সংগঠনের ত্যাগী ও সিনিয়র নেতাসহ নানা স্তরের কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের নমুনা স্বরূপ শোকজ নোটিশ দেন। এ ধরনের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

তিনি আরও বলেন, সংগঠনের সভাপতি ও সম্পাদক দু’জনই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্বে (পোষণে) থাকায় তারা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষক নন। গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের নের্তৃত্বে থাকতে হলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষক হতে হয়।

তারা ক্ষমতার দাপটে অগণতান্ত্রিকভাবে দলের নেতৃত্ব কুক্ষিগত করে রেখে তাদের ব্যক্তিগত স্বার্থে ত্যাগী নেতাকর্মীদের বিভিন্ন পন্থায় দল থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যা কোনোভাবেই কাম্য হতে পারে না।

বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা কখনো একই চেতনায় বিশ্বাসী কোনো সদস্যকে শোকজের মাধ্যমে ভয় প্রদর্শন করতে পারে না। তারা এ গ্রুপের নের্তৃত্বে থাকার যোগ্যতা হারিয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বশির আহমেদ বলেন, গঠনতন্ত্র অনুযায়ী প্রতিবছর সংগঠনের কার্যনির্বাহী কমিটি গঠনের নিয়ম থাকলেও ২০১৩ সালের পর থেকে এ পর্যন্ত কোনো কমিটি গঠন করা হয়নি। যা গণতান্ত্রিক ধারা ব্যাহত হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক রাশেদা আখতার, সিকদার মো. জুলকারনাইন, আশরাফুল আলম, তাপস কুমার দাস প্রমুখ।

কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0030009746551514