জাবি ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ৩০ বাস আটক

জাবি ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ৩০ বাস আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কে চলচলকারী রাজধানী পরিবহনের ৩০টি বাস আটক করেন ওই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)  তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কে চলচলকারী রাজধানী পরিবহনের ৩০টি বাস আটক করেন ওই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

জাবি ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ৩০ বাস আটক

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে আরিচাগামী রাজধানী পরিবহনের বাসগুলো আটকাতে শুরু করেন তাঁরা।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক থেকে তিনি রাজধানী পরিবহনের একটি বাসে উঠেন। যার নম্বর ঢাকা মেট্রো-ব-১২৩০৪৪। বাসটিতে উঠার পরপরই বাসটির সহকারী তাঁর সঙ্গে খারাপ আচরণ শুরু করেন। এরপর ভাড়া নিতে চাইলে ওই ছাত্রী প্রথমে হাফ ভাড়া পাঁচ টাকা দেন, কিন্তু বাসের সহকারী নিতে অস্বীকৃতি জানান। পরে তিনি ফুল ভাড়া ১০ টাকা দিলেও বাসের সহকারী কটু কথা শোনান। এরপর নবীনগর স্মৃতিসৌধ এলাকায় বাসটি অযাচিত থামিয়ে রাখেন। তখন তিনি বাসটি এভাবে যেখানে–সেখানে না থামানোর অনুরোধ করেন। কিন্তু বাসের সহকারী তখনো খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ তাঁর। এই ঘটনা তিনি তাঁর ইনস্টিটিউটের বন্ধুবান্ধবদের জানালে তাঁরা রাজধানী পরিবহনের বাসগুলো আটকাতে শুরু করেন।

সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রাজধানী পরিবহনের বাসগুলো থামিয়ে চাবি কেড়ে নিচ্ছেন এক দল শিক্ষার্থী। বাসের যাত্রীদেরও নামিয়ে দেয়া হচ্ছে। 

এ সময় এক যাত্রী ক্ষুব্ধ কণ্ঠে বলেন, মিরপুর থেকে প্রতিদিন কালিয়াকৈর এলাকায় যাতায়াত করি। প্রায়ই দেখি এভাবে বাস আটক করেন শিক্ষার্থীরা। রাস্তার মধ্যে এভাবে বাস থেকে নামিয়ে দিলে আমাদের যে ভোগান্তিতে পড়তে হয়, সেটা কেউ দেখে না। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আবু সৈয়দ জিন্নাহ বলেন, আমরা বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।