রংপুরের নর্দান মেডিকেল কলেজে সাত বছর ধরে মেডিকেল ছাত্র ভর্তির সরকারি অনুমোদন নেই। তার পরও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জালিয়াতির তথ্য প্রচার করে ছাত্র ভর্তি করে যাচ্ছে। এতে বিভ্রান্ত হয়ে অন্তত আড়াই শ শিক্ষার্থী এখন দিশাহারা। এর মধ্যে নেপালের ৩২ জন শিক্ষার্থীও রয়েছেন। এখন এসব শিক্ষার্থী স্থানান্তর হয়ে অন্য বেসরকারি মেডিকেল কলেজে পড়তে চান। তাও হতে দিচ্ছে না নর্দান কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে নর্দান মেডিকেল কলেজের শখানেক শিক্ষার্থীর উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়েছে। শিক্ষার্থীরা বলেছেন, অনুমোদন না থাকার বিষয়টি জানার পর থেকে টানা ১৭ দিন আন্দোলন করেও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া পাননি তাঁরা। তাই ঢাকায় এসে স্বাস্থ্য মন্ত্রণালয়, বিএমডিসিসহ সংশ্লিষ্টদের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন। কিন্তু কেউই তাঁদের দাবি সমাধান করার উদ্যোগ নিচ্ছে না। এ অবস্থায় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে নর্দান মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য তুলে ধরতে গিয়ে চতুর্থ বর্ষের ছাত্র আশরাফুল ইসলাম বলেন, ‘এই মেডিকেল কলেজের ছাত্র ভর্তির অনুমোদন নেই তা আমরা জানতাম না। চার বছর পড়ার পর কলেজ ছেড়েও যেতে পারছি না।’