গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে সোমবার শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা। গত ৯ নভেম্বর জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছিল।
এবার ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে আবেদনকারী ছিল ৩ লক্ষ ৮ হাজার ৬০৬ জন। সব ইউনিটের ভর্তি পরীক্ষা ৬০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ৬০ নম্বর ৮০ নম্বরে রূপান্তর করে ফল প্রকাশ করা হচ্ছে। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv-admission.org) পাওয়া যাবে।
উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, মহামারি করোনার সময় ভর্তিচ্ছুদের সশরীরে উপস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ ভর্তি পরীক্ষা আয়োজন বিশ্ববিদ্যালয়ের সম্মান ও গৌরব বৃদ্ধি করেছে। এ সম্মান ও গৌরবের অংশীদার হিসেবে তিনি শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান। উপাচার্য আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সবার একযোগে অংশগ্রহণ এ বিশ্ববিদ্যালয়ের কাঙিক্ষত লক্ষ্যে পৌঁছাতে সহায়ক হবে।
এবার ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন এবং ফল প্রকাশের দায়িত্ব পালন করেছে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত নির্বিঘ্নে এ কাজ সিএসই বিভাগ সফলভাবে সম্পন্ন করায় সকলের প্রশংসা অর্জন করেছে।
ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসানের নেতৃত্বে শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটি, বিএনসিসি, রোভার স্কাউট, যুব রেড ক্রিসেন্ট-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সার্বক্ষণিক দায়িত্ব পালন করায় শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সহায়ক হয়েছে।