জিপিএ-৫ বিক্রির অভিযোগে ন্যাশনাল কলেজের পাঠদানের অনুমতি বাতিল - দৈনিকশিক্ষা

জিপিএ-৫ বিক্রির অভিযোগে ন্যাশনাল কলেজের পাঠদানের অনুমতি বাতিল

নিজস্ব প্রতিবেদক |

টাকার বিনিময়ে জিপিএ-৫ বিক্রি করার ‘প্রলোভন’ দেখানোয় রাজধানীর উত্তরার ন্যাশনাল পাবলিক কলেজের পাঠদানের অনুমতি বাতিল করেছে ঢাকা বোর্ড। কলেজটির কথিত চেয়ারম্যান আব্দুল মতিন টাকার বিনিময়ে শিক্ষার্থীদের ‘জিপিএ-৫ বাড়িয়ে দেয়ার প্রলোভন দেখিয়েছে’ বলে প্রমাণ মিলেছে। এছাড়াও বিধিমোতাবেক প্রতিষ্ঠানটি পরিচালিত না হওয়া, কাম্য শিক্ষার্থী না থাকা ও বিভিন্ন অবকাঠামোগত সুযোগ সুবিধা না থাকায় কলেজটির পাঠদানের অনুমতি বাতিল করা হয়েছে। কলেজটির পাঠদানের অনুমতি বাতিল করে আদেশ জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

২০১৮ খ্রিষ্টাব্দের জুন মাসে ঢাকা শিক্ষাবোর্ডের সাবেক উপপরীক্ষা নিয়ন্ত্রক অদ্বৈত কুমার রায়, ন্যাশনাল পাবলিক কলেজ ও দি ব্রিলিয়ান্ট কলেজে সিন্ডিকেটের  বিরুদ্ধে টাকার বিনিময়ে জিপিএ-৫ বিক্রির অভিযোগ ওঠে। অভিযোগ তদন্তে কমিটি গঠন করে ঢাকা বোর্ড। এ কলেজ দুটির বিরুদ্ধে ওঠা জিপিএ-৫ বিক্রির নামে ‘প্রতারণার’ অভিযোগের সত্যতা পায় কমিটি। তাই, ২০১৯ খ্রিষ্টাব্দের মে মাসে কলেজ দুটির পাঠদান কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল ঢাকা বোর্ড।

আরও পড়ুন: পাঁচ লাখ টাকায় জিপিএ ৫ বিক্রি করেন শিক্ষা ক্যাডারের অদ্বৈত কুমার

জিপিএ-৫ বিক্রির অভিযোগ, সেই দুই কলেজের পাঠদান স্থগিত

সে আদেশ বাতিল চেয়ে রিট করে ন্যাশনাল পাবলিক কলেজ কর্তৃপক্ষ। পরে পাঠদান কার্যক্রম স্থগিত করার আদেশটি আদালত ২০২০ খ্রিষ্টাব্দের এপ্রিল মাস পর্যন্ত স্থগিত করে। সে সময় শেষ হয়েছে। হাইকোর্টের আর কোন আদেশ না থাকায় ন্যাশনাল পাবলিক কলেজের পাঠদানের অনুমতি বাতিল করেছে ঢাকা বোর্ড। 

ঢাকা বোর্ড জানিয়েছে, জিপিএ-৫ বিক্রির ‘প্রলোভন’ দেখানোর ছাড়াও ন্যাশনাল পাবলিক কলেজের নানা অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। কলেজ কর্তৃপক্ষ তদন্ত কমিটিকে শিক্ষকদের কোন নিয়োগ পত্র দেখাতে পারেনি। কলেজের কোন কমিটি নেই। পাঠদানের মেয়াদও উত্তীর্ণ।

কলেজের কথিত চেয়ারম্যান আব্দুল মতিনের স্ত্রী কলেজের শিক্ষক পরিচয় দিলেও কোন দালিলিক প্রমাণ দেখাতে পারেননি। কলেজটিতে ৩০০ আসন থাকলেও কাম্য সংখ্যক শিক্ষার্থী ভর্তি নেই। এছাড়া কলেজটির বিরুদ্ধে ফরম পূরণের জন্য অতিরিক্ত টাকা আদায়, টিসির জন্য অতিরিক্ত টাকা আদায় এবং বোর্ডের আদেশ অমান্য করার অভিযোগ রয়েছে। তাই, পাঠদানের কার্যক্রম স্থগিত করার পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে কলেজটির পাঠদানের অনুমতি বাতিল করলো ঢাকা বোর্ড।

তবে, জিপিএ-৫ বিক্রি চক্রের মূল হোতা ঢাকা শিক্ষাবোর্ডের সাবেক উপপরীক্ষা নিয়ন্ত্রক অদ্বৈত কুমার রায়কে ২০১৮ খ্রিষ্টাব্দে ফরিদপুরের রাজেন্দ্র কলেজে বদলি করা হয়। সেখানে তিনি ক্লাস করিয়ে নায়েমে চারমাসব্যাপী প্রশিক্ষণ গ্রহণ শেষে বিদেশে পাড়ি জমান অভিযুক্ত কর্মকর্তা। অদ্বৈতর বিরুদ্ধে কোন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

২০১৮ খ্রিষ্টাব্দে জিপিএ-৫ বিক্রির অভিযোগ বিষয়ে দৈনিক শিক্ষাডটকমে প্রকাশিত প্রতিবেদনের লিখিত প্রতিবাদ জানিয়েছিলেন ঢাকা শিক্ষাবোর্ডের তৎকালীন সচিব ও বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজও প্রশাসন) অধ্যাপক মো: শাহেদুল খবির চৌধুরী।   

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0034589767456055