জেএসসি ও এসএসসি’র ৫৭ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল - Dainikshiksha

জেএসসি ও এসএসসি’র ৫৭ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল

বরিশাল প্রতিনিধি |

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে অসদুপায় অবলম্বনকারী ৫৭ জন শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।

এদের মধ্যে থেকে ৫৪ জন শিক্ষার্থীকে ২০১৭ খ্রিস্টাব্দের জেএসসি এবং ২০১৮ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হলেও “খ” শ্রেণিভুক্ত গুরুতর অপরাধী ২ শিক্ষার্থীকে ২০১৮ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষায়ও বসতে দেয়া হচ্ছে না।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ৩০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬ খ্রিস্টাব্দের জেএসসি এবং ২০১৭ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে উল্লেখিত শাস্তির ব্যবস্থা করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম জানান, ২০১৭ খ্রিস্টাব্দের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারী মোট ৩৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযুক্তদের দুই ক্যাটাগরী অর্থাৎ “ক” এবং “খ” শ্রেণিভুক্ত অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে “ক” শ্রেণিভুক্ত দোষী সাব্যস্ত হয়েছে ৩৬ জন এবং “খ” শ্রেণিভুক্ত দোষী সাব্যস্ত হয়েছে ৩ জন পরিক্ষার্থী।

যারা “ক” শ্রেণিভুক্ত দোষী সাব্যস্ত হয়েছে তাদের ২০১৭ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে তাদের রেজিষ্ট্রেশনের মেয়াদ থাকলে ২০১৮ সালের এসএসসি পারীক্ষায় অংশগ্রহন করতে পারবে।

কিন্তু “খ” শ্রেণিভুক্ত দোষী সাব্যস্ত হওয়া ৩ পরীক্ষার্থীর ২০১৭ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষা বাতিলের পাশাপাশি ২০১৮ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষায়ও অংশগ্রহন করতে পারবে না বলে জানিয়েছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।

“খ” শ্রেণিভুক্ত দোষী সাব্যস্তরা হলো- গাওয়াখালী- ৪৫৪ নং কেন্দ্রের ২৩০৫৫৭ রোল নং এর পরীক্ষার্থী, চরকাজল-৩৫৩ নং কেন্দ্রের ৪২০৭২৫ রোল এর পরীক্ষার্থী এবং সাপলেজা-৪৩৪ নং পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহনকারী ৪২৩৯৩৮ রোল নম্বরের পরীক্ষার্থী। এই পরীক্ষার্থীরা নকল করার পাশাপাশি পরীক্ষায় দায়িত্ব পালনরত শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছিল বলে জানা যায়। এই তিনজনসহ বোর্ডের দেয়া আদেশ বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানশিক্ষকগণ বাস্তবায়ন করবেন বলে পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন।

তিনি আরো জানান, এসএসসি’র পাশাপাশি ২০১৬ খ্রিস্টাব্দের অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় “ক” শ্রেণিভুক্ত দোষী সাব্যস্ত হওয়া ১৮ পরীক্ষার্থীর ২০১৬ খ্রিস্টাব্দের জেএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। এদের রেজিষ্ট্রেশনের মেয়াদ থাকলে আসন্ন ২০১৭ খ্রিস্টাব্দের জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0037300586700439