ঝড়ে বিধ্বস্ত স্কুল, বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা - Dainikshiksha

ঝড়ে বিধ্বস্ত স্কুল, বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা

নাটোর প্রতিনিধি |

ঝড়ে নাটোরের গুরুদাসপুরের ধানুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের চাল উড়ে যাওয়া ও দেয়াল ভেঙে পড়ায় শিক্ষা কার্যক্রম নিয়ে চরম বিপাকে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রায় দুই মাস আগে এ ঘটনা ঘটলেও আর্থিক সঙ্কট ও সরকারি-বেসরকারি কোনো বরাদ্দ না পাওয়ায় ক্ষতিগ্রস্ত কক্ষগুলো সংস্কার করা যাচ্ছে না। 

জানা যায়, গত ১৬ মে বিকালে আকস্মিক ঝড়ে বিদ্যালয়ের একমাত্র আধাপাকা টিনশেড ভবনের চাল উড়ে যায়। একই সঙ্গে একটি ঘরের দেয়ালও ভেঙে যায়। এতে অফিস কক্ষ, প্রধান শিক্ষকের কক্ষসহ শ্রেণিকক্ষে থাকা যাবতীয় মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে যায়।

বর্তমানে স্কুলের চাল না থাকায় এসব কক্ষ ব্যবহার করা সম্ভব হচ্ছে না। অর্থের যোগান না থাকার পাশাপাশি বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোন প্রকার বরাদ্দ না পাওয়ায় ক্ষতিগ্রস্ত কক্ষগুলো সংস্কার করতে পারছেন না বিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে বাধ্য হয়ে একই মাঠে ধানুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ ও সাইক্লোন সেন্টারের নিচতলার ফাঁকা জায়গাতেই অফিসসহ শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। তবে বৃষ্টি হলে ক্লাস চালানো কঠিন হয়ে পড়ে বলে জানা গেছে। 

বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জলি জানায়, ঝড়ে ক্লাস রুমের চাল উড়ে যাওয়ায় বর্তমানে সাইক্লোন সেন্টারের নিচে আমরা ক্লাস করি। কিন্তু নিচতলাটা দেয়াল দিয়ে ঘেরা না থাকায় বৃষ্টি এলে গায়ে পানি পড়ে। এতে ক্লাস করা কঠিন হয়ে পড়ে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর জানান, স্থানীয় উদ্যোগে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির টিনশেড কক্ষেই পাঠদান চলছিল। কিন্তু ঝড়ে চাল উড়িয়ে নিয়ে যাওয়ায় বর্তমানে বিদ্যালয়ের প্রাত্যহিক কাজকর্ম চালাতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

ম্যানেজিং কমিটির সভাপতি মো. মহসিন আলী বলেন, বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দ্রুত ক্ষতিগ্রস্ত কক্ষগুলো মেরামত করা দরকার। এজন্য স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0032341480255127