টিউশন ফি দিতে হবে সরকারি স্কুলের শিক্ষার্থীদেরও | এমপিও নিউজ

টিউশন ফি দিতে হবে সরকারি স্কুলের শিক্ষার্থীদেরও

এমপিওভুক্ত ও ননএমপিও স্কুলের শিক্ষার্থীদের মতই টিউশন দিতে হবে সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদেরও। টিউশন ফিয়ের সাথে বেসরকারি কর্মচারী ফি ও আইসিটি ফি নিতে পারবে সরকারি স্কুলগুলো। সরকারি স্কুলের শিক্ষার্থীদের টিউশন ফি আদায়ে এ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর থেকে এ বিষয়টি

এমপিওভুক্ত ও ননএমপিও স্কুলের শিক্ষার্থীদের মতই টিউশন দিতে হবে সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদেরও। টিউশন ফিয়ের সাথে বেসরকারি কর্মচারী ফি ও আইসিটি ফি নিতে পারবে সরকারি স্কুলগুলো। সরকারি স্কুলের শিক্ষার্থীদের টিউশন ফি আদায়ে এ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর থেকে এ বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফিসহ অত্যাবশ্যকীয় বেসরকারি কর্মচারী ফি ও আইসিটি বা কম্পিউটার ফি গ্রহণ করবে, কিন্তু অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনো ফি গ্রহণ করতে পারবে না। অন্য কোন ফি নেয়া হলে তা ফেরত দেবে। এছাড়াও অন্য কোনো ফি যদি অব্যয়িত থাকে তা একইভাবে ফেরত দেবে। তবে যদি কোন অভিভাবক চরম আর্থিক সংকটে পড়েন, তাহলে তার সন্তানের টিউশন ফিয়ের বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় নেবেন। কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন ব্যহত না হয় সে বিষয়ে যত্নশীল হতে হবে।

এর আগে গত ১৮ নভেম্বর এমপিওভুক্ত ও ননএমপিও স্কুলের শিক্ষার্থীদের টিউশন ফি আদেয়ের নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নির্দেশনায় অধিদপ্তর বলে, করোনার বন্ধেও এমপিওভুক্ত ও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি নিতে পারবে। তবে, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যগাজিন বা উন্নয়ন ফিয়ের মত অনুষাঙ্গিক ফি আদায় করতে পারবে না।  আর ইতোমধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে কোন প্রতিষ্ঠান এসব ফি আদায় করে থাকলে তা ফেরত দেবে বা টিউশন ফিয়ের সাথে তা সমন্বয় করবে। কোন অভিভাবক চরম আর্থিক সংকটে থাকলে তার সন্তানের টিউশন ফিয়ের বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় নেবে। কোন শিক্ষার্থীর শিক্ষা জীবন যাতে ব্যহত না হয় সে বিষয়ে যত্নশীল হতে বলা হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে।

টিউশন ফি দিতে হবে সরকারি স্কুলের শিক্ষার্থীদেরও

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।