টিকা নিতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে শিক্ষকদের | করোনা আপডেট নিউজ

টিকা নিতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে শিক্ষকদের

করোনা ভাইরাসের টিকা নিতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, শিক্ষা কর্মকর্তাদের। ভ্যাকসিন নিতে শিক্ষার্থী-অভিভাবকসহ সর্বস্তরের জনগণকে উদ্বুদ্ধ করতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে সব প্রতিষ্ঠান প্রধান শিক্ষক-কর্মচারী ও শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

করোনা ভাইরাসের টিকা নিতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, শিক্ষা কর্মকর্তাদের। ভ্যাকসিন নিতে শিক্ষার্থী-অভিভাবকসহ সর্বস্তরের জনগণকে উদ্বুদ্ধ করতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে সব প্রতিষ্ঠান প্রধান শিক্ষক-কর্মচারী ও শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (১ আগস্ট) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এসব নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। 

মন্ত্রণালয় বলছে, শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ১৮ বছরের ঊর্ধ্বে সব শিক্ষার্থীকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ ভ্যাকসিন গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান উদ্বুদ্ধ করবেন ও নিশ্চিত করবেন। 

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা অফিসের প্রধানরা নিজ নিজ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করতে হবে। 

শিক্ষকদের অনলাইন ও ভার্চুয়াল ক্লাসে শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি অনুসরণ ও তাদের পরিবারের সদস্যদের ভ্যাকসিন গ্রহণের বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সব দপ্তর, সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ভ্যাকসিন গ্রহণের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা প্রদান করবেন।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা আদেশটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সব শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে পাঠিয়ে সব স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়কে এ বিষয়ে নির্দেশনা দিতে বলেছে মন্ত্রণালয়। 

উপসচিব নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, করোনা ভাইরাসের বিস্তার রোধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিজ নিজ ভ্যাকসিন গ্রহণ ও অন্যদের টিকা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করার বিষয়ে এসব দায়িত্ব পালন করতে বলা হলো। 

টিকা নিতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে শিক্ষকদের

টিকা নিতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে শিক্ষকদের

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখন দৈনিকশিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল    SUBSCRIBE  করতে ক্লিক করুন।