টিকা পেয়েছে আমতলীর ৭ হাজার ৩০০ শিক্ষার্থী, চাহিদা ২৪ হাজার | করোনা আপডেট নিউজ

টিকা পেয়েছে আমতলীর ৭ হাজার ৩০০ শিক্ষার্থী, চাহিদা ২৪ হাজার

বরগুনার আমতলী উপজেলার ৭ হাজার ৩০০ শিক্ষার্থী করোনা ভাইরাস প্রতিরোধী টিকা পেয়েছে। এ উপজেলায় মোট ২৪ হাজার ১৬২ জন শিক্ষার্থীকে ভ্যাকসিন দেয়ার চাহিদা নিধারণ করা হয়েছে। টিকা পেয়ে শিক্ষার্থীরা খুবই আনন্দিত। হাসপাতালে এসে উৎসব মুখর পরিবেশে টিকা নিচ্ছেন তারা। জানাগেছে, আমতলী উপজেলার কলেজ, মাধ্যমিক বিদ্যালয়

বরগুনার আমতলী উপজেলার ৭ হাজার ৩০০ শিক্ষার্থী করোনা ভাইরাস প্রতিরোধী টিকা পেয়েছে। এ উপজেলায় মোট ২৪ হাজার ১৬২ জন শিক্ষার্থীকে ভ্যাকসিন দেয়ার চাহিদা নিধারণ করা হয়েছে। টিকা পেয়ে শিক্ষার্থীরা খুবই আনন্দিত। হাসপাতালে এসে উৎসব মুখর পরিবেশে টিকা নিচ্ছেন তারা।

টিকা পেয়েছে আমতলীর ৭ হাজার ৩০০ শিক্ষার্থী, চাহিদা ২৪ হাজার

জানা গেছে, আমতলী উপজেলার কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় ২৪ হাজার ১৬২ জন শিক্ষার্থীকে ভ্যাকসিন দেয়ার চাহিদ রয়েছে। গত ৩ জানুয়ারি থেকে উপজেলায় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। গত ৭ দিনে ৭ হাজার ৩০০ শিক্ষার্থী প্রথম ডোজের টিকা গ্রহণ করেছে।

শিক্ষার্থীরা টিকা নিতে প্রত্যান্ত গ্রামাঞ্চল থেকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে টিকা নিচ্ছেন। 

কাঠালিয়া তাজেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. তানভির দৈনিক শিক্ষাডটকমকে বলেন, একটু দুরে হলেও হাসপাতালে এসে সুন্দর পরিবেশে টিকা গ্রহণ করেছি।

আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাইয়ান সিকদার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, একটু ভয় লাগলেও কোন সমস্যা হয়নি। টিকা নিয়ে আমরা খুশি। 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুনয়েম সাদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম চালছে। ইতোমধ্যে ৭ হাজার ৩০০ শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে। আশা করছি, অবশিষ্ট শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে টিকা দেয়া শেষ করতে পারবো।