টেকনাফে পাহাড় থেকে শিক্ষার্থীসহ সাতজনকে অপহরণ | কলেজ নিউজ

টেকনাফে পাহাড় থেকে শিক্ষার্থীসহ সাতজনকে অপহরণ

কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে কলেজছাত্রসহ সাতজনকে অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়।

কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে কলেজছাত্রসহ সাতজনকে অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়।

  

অপহৃতরা হলেন জাহাজপুরা এলাকার হোসাইন আহমদের ছেলে আরিফ উল্লাহ, ইছহাক উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন, বশির আহমদের ছেলে ফজল করিম, জাফর আলমের ছেলে জাফরুল ইসলাম, নজির আহমদের ছেলে আরিফ উল্লাহ, হায়দার আলীর ছেলে রশিদ আলম, জাফর আলমের ছেলে জয়নুল ইসলাম।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের (পুলিশ ফাঁড়ি) ইনচার্জ মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে মছিউর রহমান বলেন, ‘জাহাজপুরা পাহাড়ে স্থানীয় নয় ব্যক্তি তাদের বিভিন্ন কাজে যান। এ সময় অপহরণকারীরা সাতজনকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়।’