ট্যাব পেলেন আখাউড়ার ১২৬ শিক্ষার্থী | স্কুল নিউজ

ট্যাব পেলেন আখাউড়ার ১২৬ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১২৬ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা মিলানায়তনে এক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে উপহারের ট্যাব (ট্যাবলেট কম্পিউটার) তুলে দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১২৬ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা মিলানায়তনে এক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে উপহারের ট্যাব (ট্যাবলেট কম্পিউটার) তুলে দেয়া হয়। 

ট্যাব পেলেন আখাউড়ার ১২৬ শিক্ষার্থী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুরাদ হোসেন ভূইয়া। উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখানে আখাউড়া উপজেলা পরিসংখ্যান অফিসার শিপ্রা নাথ।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মাধ্যমিক কর্মকর্তা আবুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোসলেহ্ উদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা আবু ইউসুফ নুরুল্লাহ্সহ অনেকে।
 
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, আমোদাবাদ শাহআলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. তারেক, দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাহফুজুর রহমান।