ট্রাক চাপায় শিক্ষকসহ নিহত ২ | বিবিধ নিউজ

ট্রাক চাপায় শিক্ষকসহ নিহত ২

নেত্রকোণায় ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুইজন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার বাংলা এলাকায় এ দুর্ঘটনায় চালকসহ আরো পাঁচ যাত্রী আহত হন বলে নেত্রকোণা মডেল থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন। নিহতরা হলেন, উপজেলার শতশ্রী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন (৩৩)

নেত্রকোণায় ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুইজন যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার বাংলা এলাকায় এ দুর্ঘটনায় চালকসহ আরো পাঁচ যাত্রী আহত হন বলে নেত্রকোণা মডেল থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন।

নিহতরা হলেন, উপজেলার শতশ্রী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন (৩৩) এবং বাংলা গ্রামের কমল মিয়া (৩৮)।

তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করতে পারেনি।

ওসি তাজুল জানান, সকাল সাড়ে ৮টার দিকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা বাংলাবাজার থেকে নেত্রকোণা শহরের দিকে ছেড়ে আসে।

রিকশাটি বাজার থেকে রওয়ানা দিয়ে কিছুদূর যাওয়ার পর বিপরীত দিকে থেকে সৈয়দ ট্রেডার্সের সিমেন্টবোঝাই একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়।

“এতে রিকশার দুই যাত্রী ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন পাঁচজন “

আহতদের স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পরপর ট্রাক চালক পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে বলে জানান ওসি।

এ দুর্ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।