ডিআইএ পরিচালক কাজী কাইয়ুম শিশিরকে বদলি | বদলি নিউজ

ডিআইএ পরিচালক কাজী কাইয়ুম শিশিরকে বদলি

পরিদর্শন ও নীরিক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক কাজী কাইয়ুম শিশিরকে বদলি করা হয়েছে। তাকে ঢাকার বাইরের একটি কলেজে পদায়ন দেয়া হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

পরিদর্শন ও নীরিক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক কাজী কাইয়ুম শিশিরকে বদলি করা হয়েছে। তাকে ময়মনসিংহের মুমিন্নুনিসা সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

ডিআইএ পরিচালক কাজী কাইয়ুম শিশিরকে বদলি

এর আগে চলতি বছরের অক্টোবরে ঢাকা অফিসার্স ক্লাবের সদস্যপদ থেকে অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুম শিশিরকে সাময়িক বরখাস্ত করা হয়। অসদাচরণ, ক্লাবের পাওনা পরিশোধে ব্যর্থতা ও গঠনতন্ত্রের বিধি লংঘন করায় তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, ক্লাবের গঠনতন্ত্রের ১৯ (৪) (ক) অনুচ্ছেদ অনুযায়ী কাইয়ুম শিশিরের বিরুদ্ধে অ্যাডহক কমিটিকে হুমকি, সদস্যদের সঙ্গে অশালীন আচরণ এবং ক্লাবের সাধারণ সম্পাদকের নামে মিথ্যা কুৎসা রটনা করে ফেসবুকসহ ব্যক্তিগত ঠিকানায় পাঠানো এবং ক্লাবের পাওনা পরিশেষে ব্যর্থতার কারণে গত ১৩ সেপ্টেম্বর আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। একই সঙ্গে আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আপনি কারণ দর্শানোর জবাব দেননি। তদন্ত কমিটি আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদন পেশ করেছে। যা ক্লাবের গঠনতন্ত্রের ১২। (৪) (খ) এবং ১৯। (১) (ক) (খ) (গ) অনুচ্ছেদ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

আরো পড়ুন: 

ডিআইএতে টাকার খেলা, অভিযুক্তরাই স্কুল অডিটে

ছাত্রলীগ নেত্রীরাও স্কুল-মাদরাসা অডিটের দায়িত্বে

ঘুষকাণ্ড চাপা দিয়ে স্কুল অডিটে মনকিউল

তাকে বরখাস্তের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ণিত অবস্থায় অ্যাডহক কমিটির ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় ক্লাবের গঠনতন্ত্রের ১৯। (৪) (খ) অনুচ্ছেদ অনুযায়ী উল্লিখিত কার্যকলাপের কারণে আপনাকে ক্লাবের সদস্যপদ থেকে সাময়িকভাবে বরখাস্তের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। এমতাবস্থায় আপনাকে ক্লাবের সদস্যপদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বিজ্ঞপ্তিতে সাক্ষর করেছেন বি এম আব্দুস সাত্তার।

গত ২৪ আগস্ট এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কাছে মিনিস্ট্রি অডিট অফিস নামে পরিচিত শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক হিসেবে অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুমকে নিয়োগ দেয়া হয়। ইংরেজির এই অধ্যাপক শিশির স্যার নামে সমধিক পরিচিত। তিনি দীর্ঘদিন ইডেন কলেজে ছিলেন।

ডিআইএ পরিচালক কাজী কাইয়ুম শিশিরকে বদলি

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।