ডিআরএমসি অধ্যক্ষের নতুন বই ‘অনীকের অব্যক্ত কথামালা’

ডিআরএমসি অধ্যক্ষের নতুন বই ‘অনীকের অব্যক্ত কথামালা’

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদের লেখা ‘অনীকের অব্যক্ত কথামালা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ কলেজের বটমূলে এ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদের লেখা ‘অনীকের অব্যক্ত কথামালা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ কলেজের বটমূলে এ অনুষ্ঠান সম্পন্ন করা হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়ক রিয়াজ ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষরা, ছাত্র-শিক্ষক, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীরা। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘অনীকের অব্যক্ত কথামালা’ একটি চিন্তা-উদ্দীপক কবিতা সংকলন। কবির চিন্তার প্রখরতা এবং ভাষার অনবদ্য ব্যবহার এই কবিতাগুলোকে করে তুলেছে পাঠকদের কাছে কৌতূহল উদ্দীপক, রহস্যের ছোঁয়ায়। কবিতা প্রেমী, রহস্য প্রেমী সবার জন্য এই বইটি একটি অনির্বচনীয় উপহার। বইটি একুশে বইমেলার প্যাভিলিয়ন ১৩, পাঞ্জেরী পাবলিকেশন্সের প্রকাশনে পাওয়া যাবে।