ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত করার নির্দেশ | এমপিও নিউজ

ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত করার নির্দেশ

দেশের বেসরকারি কলেজের ডিগ্রি স্তরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে সুপারিশ পাওয়া তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে গভর্নিং বডির নিয়োগ দেয়া তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত করার নির্দেশনা দেয়া হয়েছিল।

দেশের বেসরকারি কলেজের ডিগ্রি স্তরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে সুপারিশ পাওয়া তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে গভর্নিং বডির নিয়োগ দেয়া তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত করার নির্দেশনা দেয়া হয়েছিল।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (বেসরকারি মাধ্যমিক-৩) মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সম্মতিতে ২০১৬ খ্রিষ্টাব্দ থেকে ২০২২ খ্রিষ্টাব্দ পর্যন্ত দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ডিগ্রি স্তরের কলেজে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত তৃতীয় শিক্ষকদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৬ খ্রিষ্টাব্দের ১৯ অক্টোবরের পত্রের নির্দেশনা অনুযায়ী ২০১৬ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ পাওয়া তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত করতে হবে; করা হয়নি এরূপ প্রতিষ্ঠানে নতুনভাবে কোনো তৃতীয় শিক্ষক নিয়োগ করা যাবে না। তৃতীয় শিক্ষক নিয়োগ নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক কাম্য শিক্ষার্থী (জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য অনুযায়ী) থাকতে হবে, তবে বর্তমানে কাম্য শিক্ষার্থী না থাকায় কোনো শিক্ষক এমপিওভুক্ত হতে না পারলে পরবর্তীতে কাম্য শিক্ষার্থী পূরণ হলে মন্ত্রণালয়ের অনুমতিক্রমে এমপিওভুক্ত হতে পারবে।